× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাওরে বেশি থাকতে চাই : সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আবদুল হামিদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩ ১৪:৪২ পিএম

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩ ১৪:৫০ পিএম

বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে নিকুঞ্জে রাষ্ট্রপতি লজে পৌঁছানোর পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন মোঃ আবদুল হামিদ

বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে নিকুঞ্জে রাষ্ট্রপতি লজে পৌঁছানোর পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন মোঃ আবদুল হামিদ

এখন নিজের সময়কে তিনটি ভাগে ভাগ করে হাওরের মানুষের সঙ্গে বেশি সময় থাকতে চান বলে জানিয়েছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। 

তিনি বলেন, ‘আমার বেশিরভাগ ইচ্ছা হাওর এলাকায় থাকা। এরপর ঢাকা তো থাকতেই হবে। কিশোরগঞ্জ আমার রাজনীতির চারণভূমি ছিল, সেখানেও সময় দেব। তবে আমি সময়টাকে মোটামুটি তিনটা ভাগে ভাগ করতে চাই। একটা হলো-ঢাকা, কিশোরগঞ্জ এবং একটা হলো হাওর এলাকা। হাওরেই বেশি থাকতে চাই।’

সোমবার (২৪) নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ নেওয়ার পর রাজসিক বিদায় সংবর্ধনা দেওয়া হয় মোঃ আবদুল হামিদকে।

এরপর এসএসএফের বিশেষ নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে দুপুর ২টায় আবদুল হামিদ পৌঁছান নিকুঞ্জের রাষ্ট্রপতি লজে। সেখানে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বাসায় প্রবেশের আগে সেখানে নিজ থেকেই গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চান আবদুল হামিদ। পরে কয়েক মিনিট কথা বলেন। নিজের দায়িত্ব পালনের সময় তাকে সহায়তার জন্য দেশের মানুষ, প্রধানমন্ত্রী, হাওরের মানুষ ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি দীর্ঘ ১০ বছর ধরে দেশের মানুষের জন্য কাজ করতে পারায় দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আবদুল হামিদ বলেন, ‘আমি চেষ্টা করেছি আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার। আজকের দিনে আমার যেটুকু সফলতা তার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞ। সবার দোয়া ছিল, আমার যে এলাকা, সে এলাকার মানুষের দোয়া ছিল।’

এ সময় তিনি গণমাধ্যমের প্রতিও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘আপনাদের প্রতিও কৃতজ্ঞতা। আমি যেসব কথা বলেছি, সেগুলো টুইস্ট না করে সত্যিকারভাবে তুলে ধরেছেন।’

সদ্যবিদায়ি রাষ্ট্রপতি এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা জানান। আবদুল হামিদ বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে মোটামুটি ফ্রিলি কাজ করার সুযোগ দিয়েছেন। তিনি কাজের ব্যাপারে অন্যরকম; কোনো বাধার সৃষ্টি হয় নাই, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

হাওরের এই সন্তান বলেন, ‘যদিও আমি রাষ্ট্রপতি হয়েছে, কিন্তু আমি এ দেশের একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি এবং আমি সারা জীবন রাজনীতি করেছি এ দেশের মানুষের কল্যাণের জন্য। আমি সব সময় চেষ্টা করেছি আমার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে যেন এ দেশে একটা সুস্থ রাজনীতি প্রতিষ্ঠা করা যায়। আমি যে একেবারে পেরেছি এটা বলছি না। তবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।’

দেশের মানুষের কল্যাণ কামনা করে আবদুল হামিদ বলেন, ‘আমি এ দেশের মানুষের কল্যাণ চাই, ভালো থাক। দেশের সব মানুষ ভালো থাক, সব দিক দিয়েই ভালো থাক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা