× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘শঙ্কামুক্ত নন’ কৌতুক অভিনেতা রনি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১২:৫৫ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৫:১৬ পিএম

আবু হেনা রনি। ফাইল ফটো

আবু হেনা রনি। ফাইল ফটো

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি শঙ্কামুক্ত নন বলে তার চিকিৎসক জানিয়েছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন শনিবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ‘বিস্ফোরণে রনির শরীরের ২৪ শতাংশ পুড়ে গেছে। তার শ্বাসনালি ও এক কান পুড়ে গেছে। একই ঘটনায় জিল্লুর রহমান নামের একজনের দেহের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

তিনি আরও জানান, ‘শুক্রবার রাত থেকে হাসপাতালের জরুরি বিভাগে রনি ও জিল্লুরকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। শনিবার সকাল ১০টার দিকে তাদের হাই ডিপেনডেন্সি ইউনিটে স্থানান্তর করা হয়েছে। এখনই তাদের বিষয়ে কিছু বলা সম্ভব নয়।’

এর আগে শুক্রবার বিকালে গাজীপুর জেলা পুলিশ লাইনসে জিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে রনিসহ পাঁচজন দগ্ধ হন।

আহতদের শুরুতে গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে রনি ও জিল্লুরের দগ্ধের মাত্রা বেশি হওয়ায় সেখান থেকে রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

প্রবা/এইচকে/ এসআর

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা