× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আরাভ খানকে ধরে নিয়ে আসা সম্ভব : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৩ ১৫:৫০ পিএম

আপডেট : ১০ মে ২০২৩ ১৬:৪৪ পিএম

বুধবার মিরপুরে পুলিশ স্টাফ কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। প্রবা ফটো

বুধবার মিরপুরে পুলিশ স্টাফ কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। প্রবা ফটো

পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি দুবাইয়ে পলাতক রবিউল ওরফে আরাভ খানকে চাইলেই বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে আসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার (১০ মে) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের প্রশ্ন ছিল, ভারতের পাসপোর্ট নিয়ে বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন আরাভ খান। তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা কি সম্ভব? জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘অসম্ভব বলে কিছু নেই। তাকে ফিরিয়ে আনা অসম্ভব নয়। বাংলাদেশের কাছে অসম্ভব বলে কিছু নেই, বাংলাদেশ সবই পারে।’

পুলিশ কর্মকর্তা মামুন খান হত্যা মামলায় পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান দুবাইয়ে অবস্থান করছেন। মঙ্গলবার অস্ত্র আইনের এক মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস কারাভোগ করতে হবে।

নির্বাচন সামনে রেখে ধরপাকড় শুরু হয়েছেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যাদের বিরুদ্ধে পরোয়ানা রয়েছে, যারা অন্যায় করেন, তাদের খুঁজে বের করে আইনশৃঙ্খলা বাহিনী ধরবে। এটাই নিয়মিত কার্যক্রম। যাদের ধরা হচ্ছে, যদি আপনারা দু-একজনের নাম বলেন, তাহলে আমি বলে দিতে পারব তাদের বিরুদ্ধে কতগুলো পরোয়ানা রয়েছে।’

তিনি বলেন, ‘আমি লিস্টগুলো মাঝে মাঝে দেখি। এমনও দেখেছি একেকজনের বিরুদ্ধে ২০-৩০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা হয়ে আছে। এসব বহু পুরোনো ওয়ারেন্ট। তাদের বহুবার সুযোগ দেওয়া হয়েছে। তারা আদালতে গিয়ে আত্মসমর্পণ করে যথাযোগ্য ব্যবস্থা নেওয়ার কথা ছিল, কিন্তু তারা এসব করেননি। এসব ওয়ারেন্ট পুলিশ তামিল করছে।’

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘মির্জা ফখরুল সাহেব যেটা বলেছেন সেটা সত্য নয়। যাদের বিরুদ্ধে পরোয়ানা রয়েছে, সুনির্দিষ্ট মামলা রয়েছে, শুধু তাদের ধরা হচ্ছে।’

নির্বাচন সামনে রেখে পুলিশকে ঢেলে সাজানো হচ্ছে, বদলি করা হচ্ছেএমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ বাহিনী এখন অত্যন্ত দক্ষ। অত্যন্ত অভিজ্ঞ। তারা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। নির্বাচনের জন্য পুলিশকে সাজানো-গোছানোর প্রশ্নই আসে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা