ছবি: সংগৃহীত
দিনভর অসহনীয় গরমের পর রবিবার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে রাজধানী ঢাকায় শুরু হয় ধুলিঝড়। এরপর ঝরে মুষলধারে বৃষ্টি। প্রায় একটানা আধা ঘণ্টা বৃষ্টিপাত হয়েছে। এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রয়েছে।
রাত ১০টার দিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, রাতে আরও বৃষ্টিপাত হতে পারে। এখনও ভারী মেঘ রয়েছে আকাশে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশপাশের এলাকায় অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বন্ধ বিমান ওঠা-নামা
ঢাকায় ঝড়ের কারণে হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরে বিমান ওঠানামা বন্ধ আছে। এতে অবতরণ করতে পারেনি তিনটি ফ্লাইট। রবিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে বিমান বন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আপাতত ফ্লাইটগুলোকে ডাইভার্ট করা হয়েছে।’
সিলেট ওসমানী বিমানবন্দর থেকে ঢাকায় আসবেন আবুল হাসনাত। ইউএস বাংলা এয়ারলাইন্সের এই যাত্রী প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ৮টা ৩০ মিনিটের ফ্লাইটে ঢাকায় আসার কথা ছিল। কিন্তু ঢাকায় ঝড়ের কারণে ১০টায়ও ছাড়তে পারেনি। তাই এখন বিমানবন্দরে অপেক্ষা করছি।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.