× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ : পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৩ ১৯:২৪ পিএম

অর্ধকোটি টাকার অবৈধ সম্পদ : পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

অর্ধ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে ঢাকা রেঞ্জ অফিসের পুলিশ পরিদর্শক মীর মো. আবুল কালাম আজাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (২৪ মে) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির উপ-পরিচালক সৈয়দ নজরুল ইসলাম মামলাটি দায়ের করেন।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ মামলার বিষয়টি প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন। 

এজাহারে বলা হয়, মীর মো. আবুল কালাম আজাদ দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে নিজ ও স্ত্রীর নামে মোট স্থাবর-অস্থাবর মিলিয়ে ২ কোটি ৬৬ লাখ ৩৪ হাজার ২৫২ টাকা প্রদর্শন করেছেন। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীর তথ্যের সঙ্গে তার আয়ের কোনো সামঞ্জস্য খুঁজে পায়নি অসুসন্ধান কর্মকর্তা।

তার নামে স্থাবর-অস্থাবর মিলিয়ে ৮৭ লাখ ৬৬ হাজার ৬৪ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। উক্ত সম্পদ অর্জনের বিপরীতে তার আয়কর নথিতে ২০১২-২০১৩ করবর্ষে প্রদর্শিত মায়ের কাছ থেকে উপহার হিসেবে ৫৩ লাখ ৮০ টাকা পেয়েছেন বলে দাবি করের। কিন্তু এর  স্বপক্ষে কোনো গ্রহণযোগ্য তথ্য প্রমাণাদি দেখাতে পারেননি। তার প্রদর্শিত আয় থেকে পারিবারিক ব্যয় ও সঞ্চয়সহ ৩০ লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকার সম্পদ বাদ দিয়ে তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের যা তথ্য দাঁড়ায় তা ৫৭ লাখ ৯ হাজার ৫২৭ টাকার। দুদকের অসুসন্ধানে অতিরিক্ত ৫৭ লাখ টাকা জ্ঞাত আয়-বহির্ভূতভাবে উপায়ে অর্জিত হয়েছে মর্মে প্রমাণিত হয়েছে।

জ্ঞাত আর বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারার তার নামে মামলা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা