ফাইল ছবি
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন করা নিয়ে যে কঠিন পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল নির্বাচন কমিশন (ইসি), তাতে সার্বিক বিবেচনায় তারা সফল হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট সব পক্ষ। স্থানীয় সরকারের এ নির্বাচন নিয়ে কোনো অভিযোগ ওঠেনি এতে অংশ নেওয়া কোনো পক্ষের দিক থেকে। এমনকি নির্বাচন বর্জনকারী রাজপথের প্রধান বিরোধী দল বিএনপিও গাজীপুরের ভোট নিয়ে কোনো অভিযোগ উত্থাপন করেনি।
গত বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খানকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে তিনি জিতেছেন।
ভোটের পরদিন অর্থাৎ গতকাল শুক্রবার জায়েদা খাতুন আনুষ্ঠানিকভাবে নির্বাচন নিরপেক্ষ হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। একই দিনে আজমত উল্লা খানও নির্বাচন সুষ্ঠু হয়েছে উল্লেখ করে ফল মেনে নেওয়ার কথা বলেছেন।
কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনগুলোর মধ্যে এটি তৃতীয়। আর গাজীপুরে নিরপেক্ষ ভোট হয়েছে বলে মত দিয়েছেন নির্বাচনসংশ্লিষ্ট সবাই। বর্তমান কমিশনের অধীনে এর আগে কুমিল্লা ও রংপুর সিটিতে নির্বাচন সম্পন্ন হয়। গাজীপুরের পর এখন ইসির সামনে দেশের আরও চারটি সিটি করপোরেশনে নির্বাচন সুষ্ঠু করার চ্যালেঞ্জ অপেক্ষা করছে। গাজীপুরের অভিজ্ঞতায় সেগুলোও সুষ্ঠুভাবে আয়োজন করার বিষয়ে আত্মবিশ্বাসী সংশ্লিষ্টরা। আগামী ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোটের প্রস্তুতি চলছে।
গাজীপুর সিটি নির্বাচন প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘এই ভোটে দৃশ্যমানভাবে কোনো অশান্তি ঘটেনি। কোনো অনিয়ম ও সহিংসতা হয়নি বলেও আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। তবে এর মানে এই নয় যে, নির্বাচনটি যেভাবে হয়েছে দেশের সব নির্বাচন সেভাবে হবে।’
গতকাল রাজধানীতে এক সমাবেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গাজীপুরে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় হয়েছে। প্রমাণ হয়েছে বর্তমান সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব।
অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সরকার একটি সুষ্ঠু নির্বাচন দেখানোর চেষ্টা করেছে। সে চেষ্টার ফল আমরা দেখতে পেয়েছি। এটা হচ্ছে বাংলাদেশের আসল চিত্র।’
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.