× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারের পদক্ষেপে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ হয়েছে : প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৩ ২০:৩৫ পিএম

আপডেট : ০১ জুন ২০২৩ ০০:০৯ এএম

একাদশ জাতীয় সংসদের ২৩তম বাজেট অধিবেশন শুরুর দিন বুধবার সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফটো : পিএমও

একাদশ জাতীয় সংসদের ২৩তম বাজেট অধিবেশন শুরুর দিন বুধবার সংসদ সদস্যদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফটো : পিএমও

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, নিরীহ মানুষের স্বার্থে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সেসব পদক্ষেপের ফলে দ্রব্যে মূল্যের ঊর্ধ্বগতিরোধ করা সম্ভব হয়েছে। এ ছাড়া জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কোনো কোনো পণ্যের মূল্য সমন্বয় করা হয়েছে। সেজন্য বাজার মনিটরিং টিম রয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিংয়ের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাজারে জোটবন্ধতা বা কর্তৃত্বময় অবস্থানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। সেটার জন্য একটি কমিশন রয়েছে। গরিবের জন্য নিত্যপণ্য নিশ্চিত করতে টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে।

একাদশ জাতীয় সংসদের ২৩তম বাজেট অধিবেশনের শুরুর দিন বুধবার (৩১ মে) বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার প্রশ্নের লিখিত উত্তরে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ উত্তর দেন।

শেখ হাসিনা বলেন, ’দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং বাজার পরিস্থিতি পর্যালোচনায় ব্যবসায়ী নেতা ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে নিয়মিত সভার আয়োজন করা হয়। এতে উঠে আসে দ্রব্যমূল্যের আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, চাহিদা নিরূপণ, স্থানীয় উৎপাদন, মজুদ পরিস্থিতি এবং আমদানির পরিমাণসহ অন্যান্য অবস্থা। এসব নিয়ে ধারাবাহিক পর্যালোচনা এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। নিত্যপণ্য আমদানিতে বাধা দূর করতে এলসি খোলার সময় ব্যাংকে নির্দিষ্ট অর্থ জমার বাধ্যকতা এখন আর নেই। ব্যাংক ক্লায়েন্ট সম্পর্কের ভিত্তিতে মার্জিন নির্ধারণ করার সুযোগ দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ’জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে দ্রব্যমূল্য সমন্বয়ের ব্যবস্থা করা হয়েছে। এজন্য বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত মনিটরিং টিম ঢাকার বিভিন্ন বাজার পরিদর্শন করে। তারা নিত্যপণ্যের মূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করে। অস্বাভাবিক অবস্থা বা পরিস্থিতি দেখতে পেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। তা ছাড়া সারা দেশে নিয়মিত বাজার মনিটরিং করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজার নিয়ন্ত্রণে জেলা ও উপজেলা প্রশাসনের গঠিত টাস্কফোর্স কমিটি মাসিক সভা ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে।‘

প্রধানমন্ত্রী বলেন, ’বাজারের জোটবন্ধতা বা কর্তৃত্বময় অবস্থানের অপব্যবহার রোধ এবং সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতে তথ্য সংগ্রহ, তদন্ত ও প্রয়োজনে মামলা দেওয়া হয়। টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক কোটি পরিবার ভর্তুকি মূল্যে পণ্য কেনার সুযোগ পাচ্ছে। স্বল্প আয়ের মানুষের জন্য ওএমএসের মাধ্যমে নিয়মিত সুলভ মূল্যে চাল ও আটা বিক্রি করা হচ্ছে। চলতি অর্থবছরের (২০২২-২৩) মূল বাজেটে ৩ দশমিক ৫০ লাখ মেট্রিক টন ওএমএসের সংস্থান ছিল। সংশোধিত বাজেটে তা ৫ দশমিক ৫০ লাখ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। পৌরসভা ও শহরাঞ্চলের পাশাপাশি উপজেলা পর্যায়েও ওএমএস কার্যক্রম বিস্তৃত করা হয়েছে।‘ 

তিনি বলেন, ’সারা দেশে ওএমএস কেন্দ্র রয়েছে ২ হাজার ৪১৯টি। এর মধ্যে ১ হাজার ৪৮২টি কেন্দ্রে চাল, ৯৩৫টি কেন্দ্রে চাল ও আটা এবং ২টি কেন্দ্রে আটা বিক্রি হয়। বর্তমানে এটির মাধ্যমে দৈনিক ২ হাজার ৮৩৫ মেট্রিক টন চাল এবং ১ হাজার ৫০ মেট্রিক টন আটা বিক্রি হচ্ছে। ৩০ টাকা কেজি দরে মাথাপিছু সর্বোচ্চ ৫ কেজি করে চাল ও ২৪ টাকা দরে আটা কেনা যাচ্ছে।‘

ফারুকের ওপর সংসদে শোক প্রস্তাব

প্রয়াত সংসদ সদস্য ও চিত্রনায়ক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় সংসদের অধিবেশনে শোক প্রস্তাব আনা হয়েছে। তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ছিলেন। গত ১৫ মে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাজেট অধিবেশন শুরুর পর শোক প্রস্তাবটি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উপস্থাপন করেন। এরপর শোক প্রস্তাবের ওপর সংসদ সদস্যদের আলোচনা শুরু হয়।

এ ছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বর্ষিয়ান রাজনৈতিক নেতা ও ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, সাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব আনা হয়।  

ফারুকের ওপর আনা শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ’মুক্তিযুদ্ধ, আইয়ুববিরোধী আন্দোলন করেছেন তিনি। অত্যন্ত সাহসের সঙ্গে অবদান রেখে গেছেন। দুঃখের বিষয়, আমরা একে একে সব মুক্তিযোদ্ধাকে হারিয়ে ফেলছি। তিনি শুধু রাজনীতিই করেননি, সাংস্কৃতিক জগতেও অবদান রেখেছেন, চলচ্চিত্র জগতে অবদান রেখেছেন। আমরা তাকে জাতীয় সন্মাননায় ভূষিত করি। আমাদের সংস্কৃতির সেবায় তার মৃত্যু এখানেও আমাদের বিরাট ক্ষতি। সাংস্কৃতিক কর্মীরা সব সময় আন্দোলন-সংগ্রামে আমাদের পাশে থেকেছেন এবং প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে সাহস জুগিয়েছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর তার নামটি মুছে ফেলা হচ্ছিল। নামটি নিতেই চাচ্ছিল না। তখন সাংস্কৃতিক কর্মীরাই এগিয়ে এসেছিল। বঙ্গবন্ধুর নামে সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলা, মুক্তিযুদ্ধে গানগুলোকে সামনে নিয়ে আসা, আবার সেই স্বাধীনতার চেতনাকে জাগ্রত করার বলিষ্ঠ ভূমিকা তিনি রেখেছেন। তার অনেক অবদান এ দেশের জন্য রয়েছে। আজকে খুব কষ্ট লাগছে যে তিনি এভাবে চলে গেলেন। জন্মালে তো মরতেই হবে, এটাই তো বাস্তব কথা।’ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ’আমার দাদি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাতা ১৯৭৪ সালের এই ৩১ মে মৃত্যুবরণ করেছিলেন। আমি আজকের দিনে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আমার দাদি জন্ম দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবকে; যিনি আমাদের এনে দিয়েছিলেন স্বাধীনতা। আমার দাদি সায়রা খাতুন আজ আমাদের মাঝে নেই, আমি তার জন্য জাতির কাছে দোয়া চাই।’   

এ শোক প্রস্তাবের ওপর আলোচনায় আরও অংশ নেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আসাদুজ্জামান নূর, মেহের আফরোজ চুমকি, হাবিব হাসান, বিরোধী দলের উপনেতা জিএম কাদের, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ ও আনিসুল ইসলাম মাহমুদ। শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সংসদের বাজেট অধিবেশনের সভাপতিমণ্ডলী নির্বাচন

একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী নির্বাচন করা হয়েছে। অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করেন। নির্বাচিত সদস্যরা হলেন, আ স ম ফিরোজ, তানভির শাকিল জয়, প্রাণ গোপাল দত্ত, রুস্তম আলী ফরাজী, আনজুম সুলতানা। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তালিকায় নামের অগ্রবর্তিতা অনুযায়ী সভাপতিমণ্ডলীর সদস্যরা সভাপতিত্ব করবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা