× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিএসের নন-ক্যাডার নিয়োগবিধি চূড়ান্ত, শিগগিরই প্রজ্ঞাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুন ২০২৩ ২১:০৩ পিএম

আপডেট : ০৯ জুন ২০২৩ ২১:১৫ পিএম

বিসিএসের নন-ক্যাডার নিয়োগবিধি চূড়ান্ত, শিগগিরই প্রজ্ঞাপন

নানা জটিলতা শেষে বিসিএসের নন–ক্যাডারের নিয়োগবিধি চূড়ান্ত অনুমোদন হয়েছে। শিগগির এ-সংক্রান্ত গেজেট জারি করা হবে। ফলে আটকে থাকা ৪০তম বিসিএসের নন-ক্যাডার নিয়োগের জটিলতা কেটেছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, দ্রুত এ বিসিএসের নন-ক্যাডার নিয়োগের তালিকা প্রকাশ করা হবে।

শুক্রবার (৯ জুন) নন-ক্যাডার নিয়োগসংক্রান্ত বিধি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী বলেন, ’মাননীয় প্রধানমন্ত্রী নন-ক্যাডার নিয়োগসংক্রান্ত বিধি অনুমোদন দিয়েছেন। ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসেছে। আমরা দ্রুতই গেজেট প্রকাশ করব।’ 

কবে নাগাদ ৪০তম বিসিএসের নন-ক্যাডারের তালিকা প্রকাশ করা হবে, এমন প্রশ্নে পিএসসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ’নন-ক্যাডারের তালিকা প্রকাশের জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত গেজেট হাতে পেলেই তালিকা প্রকাশ করা হবে। আশা করছি, আগামী সপ্তাহে নন-ক্যাডারের তালিকা প্রকাশ করা সম্ভব হবে।’  

কতজনকে নন-ক্যাডারে সুপারিশ করা হবে, এমন প্রশ্নে তিনি বলেন, ’চার হাজারের বেশি পদের চাহিদা পেয়েছি। তবে এ সংখ্যা কিছুটা বাড়তে পারে।’ 

পিএসসি থেকে জানা যায়, ৪০তম বিসিএসের নন–ক্যাডারের তালিকায় আছেন উত্তীর্ণ ৮ হাজার ১৬৬ জন চাকরিপ্রার্থী। কিন্তু এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও বিধিসংক্রান্ত জটিলতায় নন–ক্যাডারদের নিয়োগের সুপারিশের তালিকা প্রকাশ করা হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা