প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৩:২৫ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১৫:০৫ পিএম
যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে উল্লেখ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনসহ সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। এর আগে বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আওয়ামী লীগ, অন্যান্য দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি। সবাইকে আমি মার্কিন নীতির কথা জানিয়েছি। আওয়ামী লীগসহ সবাইকে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য বলেছি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না। কারও পক্ষে কাজ করছি না। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা ভাবছি না।’
পিটার হাস বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। কোনো সংঘাত হবে না। সরকার, মিডিয়া, সুশীল সমাজ, অন্যান্য রাজনৈতিক দল সবাই তাদের ভূমিকা রাখতে পারবে।’