পিটার হাসের সঙ্গে বৈঠকের পর ওবায়দুল কাদের
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৪:০২ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১৫:২৯ পিএম
বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রবা ফটো
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনী সংলাপ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তারা চান বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন; যা দেশের জনগণের কাছে আমাদেরও কমিটমেন্ট।’ এ সময় বিদেশিদের দৌড়ঝাঁপে সরকার কোনো চাপ অনুভব করছে না বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৩ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘আওয়ামী লীগের বক্তব্য একটাই সেটা হলো, শান্তিপূর্ণভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই এটাই আমাদের ওয়াদা। আমরা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে দেশবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ। বিদেশিদের দৌড়ঝাঁপে সরকার কোনো চাপ অনুভব করছে না।’
বৈঠকের আলোচনার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত তত্ত্বাবধায়ক সরকার, শেখ হাসিনার পদত্যাগ, সংসদের বিলুপ্তি, নির্বাচন কমিশনের বিলুপ্তি নিয়ে কোনো কথা বলেননি। তারা চান বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। যা দেশের জনগণের কাছে আমাদেরও কমিটমেন্ট।’
‘নিরপেক্ষ নির্বাচন কমিশন আওয়ামী লীগই করেছে, তাই গণতন্ত্রকে নিরাপদ রাখাও আমাদের দায়িত্ব,’ যোগ করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ নিয়ে কোনো কথা হয়নি।’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘গণতন্ত্র আওয়ামী লীগের দীর্ঘ সংগ্রামের সোনালি ফসল। সেই গণতন্ত্রকে রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব যথাযথভাবে পালন করে চলেছি।’
বিএনপির আন্দোলন নিয়ে তিনি বলেন, ‘১৪ বছর ধরে সেই একই নেতৃত্ব। বিএনপি নেতাকর্মীরা গত ১৪ বছরে দৃশ্যমান কোনো আন্দোলন করতে পারেনি।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের আদালতের রায়ে বিএনপির প্রতিক্রিয়া নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তারেকের রায় নিয়ে বিএনপি গৎবাঁধা বক্তব্য দিয়েছে। এটা তাদের রাজনৈতিক বক্তব্য।’