× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনকেন্দ্রিক অপপ্রচার রোধে ইসির সঙ্গে কাজ করবে ফেসবুক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৩ ১৪:৩৫ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৩ ১৪:৫২ পিএম

নির্বাচন কমিশন ভবনে ফেসবুক মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। প্রবা ফটো

নির্বাচন কমিশন ভবনে ফেসবুক মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন। প্রবা ফটো

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অপপ্রচার রোধে ফেসবুক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে জানানো হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অপপ্রচার রোধে ইসির সঙ্গে কাজ করবে ফেসবুক।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মেটার মালিকানাধীন ফেসবুক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ কথা বলেন। ফেসবুকের বাংলাদেশ বিষয়ক হেড অব পাবলিক পলিসি রুজান সারওয়ারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে।

বৈঠকের বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, মেটার একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বৈঠক করেছেন। আমাদের সঙ্গেও তাদের বৈঠক হয়েছে। আমাদের পক্ষ থেকে ফেসবুকে অপপ্রচার কীভাবে রোধ করা যায়, বিশেষ করে বিদ্বেষপূর্ণ বিভিন্ন পোস্ট, হেইট স্পিচ- যেগুলো সংঘাত সৃষ্টি করতে পারে, সে ধরনের কোনো প্রচারণা যেন মুছে দেয়। সেখান থেকে তারা এসব মুছে দিবে। যেকোনো ধরনের সাম্প্রদায়িক অপপ্রচার ব্লক করে দেবে।

তিনি আরও বলেন, আমরা তাদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছি। পরবর্তীতে আমরা কি করতে চাই সে বিষয়ে ফোকাল পয়েন্ট ঠিক করা হবে। ফেসবুকে প্রতিনিধিরা আমাদের সঙ্গে যোগাযোগ করে সেগুলো এবং অপপ্রচার রোধে কাজ করবে। যে প্রতিনিধি দলটি সিঙ্গাপুর থেকে এসেছে তাদের সঙ্গে পরবর্তীতে আমাদের আরও বৈঠক হবে। 

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়ে ইসির অতিরিক্ত সচিব বলেন, তারা কোনো ধরনের কনটেন্টে বিধি নিষেধ আরোপ করবে সে বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমাদের পক্ষ থেকেও কোন কোন কনটেন্ট বন্ধ করতে হবে তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা জানাব। মূলত নেতিবাচক প্রচার ঘৃণা বা বিদ্বেষ ছড়ানো কন্টেন্ট রিমুভ করতে ফেসবুক আমাদের সঙ্গে কাজ করবে। 

তবে কনটেন্ট নিয়ন্ত্রণের কি পরিমাণ ব্যয় হতে পারে সে বিষয়ে কোনো কথা বলেননি অশোক কুমার দেবনাথ। ইসির পক্ষ থেকে মেটার সঙ্গে যোগাযোগ করা হয়নি বলেও জানান তিনি। অশোক কুমার দেবনাথ বলেন, আমরা তাদের আমন্ত্রণ জানাইনি, তারাই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে।

মেটার পক্ষ থেকে রুজান সারওয়ার ছাড়াও বৈঠকে অংশ নেন সংস্থাটির উর্ধ্বতন কর্মকর্তা এইডান হেই এবং এজিনেন ফো। নির্বাচন কমিশনের পক্ষ বৈঠকে অংশ নেন অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, আইডিইএ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম এবং এনআইডি সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা