প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১৩:১৯ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ১৭:২৪ পিএম
অধ্যাপক পান্না কায়সার। প্রবা ফটো
শহীদজায়া, সাবেক সংসদ সদস্য, বরেণ্য লেখক-গবেষক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক সংগঠক, অধ্যাপক পান্না কায়সার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৪ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক মাশরুর রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, অধ্যাপক পান্না কায়সারের প্রথম জানাজা আজ বাদ জুমা গুলশান আজাদ মসজিদে হবে। প্রয়াতের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রবিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের স্ত্রী পান্না কায়সার অভিনেত্রী শমী কায়সারের মা। পান্না কায়সার শিশু সংগঠন খেলাঘরের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান ছিলেন।
পান্না কায়সার ১৯৫০ সালের ২৫ মে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার পয়ালগাছা চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
১৯৬৯ সালের ১৭ ফেব্রুয়ারি শহীদুল্লাহ কায়সারের সঙ্গে তার বিয়ে হয়। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আলবদর বাহিনীর সদস্যরা শহীদুল্লাহ কায়সারকে তার বাসা থেকে ধরে নিয়ে যায়। তারপর তিনি আর ফেরেন নি। এরপর পান্না কায়সার একা হাতে বড় করে তোলেন তার দুই সন্তান শমী কায়সার ও অমিতাভ কায়সারকে।
তিনি মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।