প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ২১:২৩ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩ ২১:৪৪ পিএম
আয়াত ইসলামের মরদেহ। প্রবা ফটো
ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন খিলগাঁও এলাকার বাসিন্দা শান্তা ইসলাম ও তার ১০ বছরের ছেলে আয়াত ইসলাম। শুক্রবার (৪ আগস্ট) সকালে আয়াতের মৃত্যু হয়। এদিকে মা শান্তা ইসলামও মৃত্যু পথযাত্রী। ১১ দিন ধরে আইসিউতে তিনি ভর্তি আছেন। তাই মাকেও জানানো হয়নি সন্তানের মৃত্যুর খবর। এ অবস্থায় মুগদা হাসপাতালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারি দেখে আশপাশের মানুষজনও আবেগ-আপ্লুত হয়ে পড়েন।
স্বজনরা জানায়, দুই ভাই এক বোনের মধ্যে আয়াত সবার ছোট। পরিবারের সবার আদরের সন্তানকে হারিয়ে তারা বাকরুদ্ধ। সন্তানের মৃত্যুর খবর মাকে জানানো ছাড়াই লাশ দাফন করা হবে। প্রিয় সন্তানকে শেষবারের মতো মাকে না দেখিয়েই বিদায় দিতে হচ্ছে। আয়াতের নানি বলেন, ‘আমার মেয়ে শান্তাকে বলিনি আয়াত আর বেঁচে নেই। মায়ের সঙ্গে সন্তানের শেষ দেখাও হলো না।’
আয়াতের বাবা ফয়সাল হোসেন বলেন, আয়াতের মৃতুর খবর তার মাকে জানাননি। কারণ তার মায়ের অবস্থাও ভালো না। ডাক্তাররা বলেছে যেকোনো সময় দুঃসংবাদ আসতে পারে।
আয়াত ডেঙ্গুতে আক্রান্ত হলে চার দিন আগে হাসপাতালে ভর্তি হয়। অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার সকালে আইসিউতে ভর্তি করা হয়। কিছুক্ষণ পরই মারা যায় আয়াত।
এদিকে সরকারি হিসাবে শুক্রবার সকাল পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় মুগদা হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৩৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে হাসপাতালটিতে। বর্তমানে ৫০৭ জন চিকিৎসাধীন আছে।
জবি শিক্ষার্থীর মৃত্যু
ডেঙ্গু আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুদ্র চন্দ্র সরকারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত একটার দিকে মিরপুরের ডেল্টা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার গ্রামের বাড়ি রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায়। নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সানজিদা ফারহানা বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় আটজন এবং ঢাকার বাইরে দুজনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯৩।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৭৫৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৮৯২ জন ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে। আর ঢাকার বাইরে ডেঙ্গু নিয়ে ভর্তি আছে ৮৬৫ জন।
সারা দেশে চলতি বছর ৬১ হাজার ৪৭৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩৩ হাজার ৪৫৪ জন এবং ঢাকার বাইরে ২৮ হাজার ১৯ জন। এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২০৪ রোগী মারা গেছে গত জুলাইয়ে। চলতি মাসের এই তিন দিনে ৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেল।
এর আগে ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছিল। তা ছাড়া ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে ৭ জন এবং ২০১৯ সালে ১৭৯ জন মরা যায়।