পেঁয়াজ আমদানি
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ২১:২৮ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩ ২১:৪১ পিএম
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। প্রবা ফটো
এখন থেকে ভারত ছাড়াও চীন, জাপান, ইরান, মিশর ও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘এখন থেকে শুধু ভারত নয়, কেউ যদি চায়না, জাপান, ইরান বা যে কোনো দেশ থেকে পেঁয়াজ আনতে চায়, আমরা তাদেরই অনুমতি দেব।’
সোমবার (২১ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ভারত পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপের পর এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানাতে তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন।
কবে থেকে ব্যবসায়ীরা পেঁয়াজ আমদানি করতে পারবে, এ প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘আমদানি তো কাল থেকেই হতে পারে। যারা আমদানি করে, তারা কাল থেকেই করবে, অসুবিধা নেই।’ তিনি জানান, ইতোমধ্যে ১৩ লাখ টন পেঁয়াজ আমদানির জন্য আইপিও দেওয়া হয়েছে, কিন্তু এসেছে মাত্র ৩ লাখ টন।
পেঁয়াজের বাড়তি শুল্ক প্রত্যাহারে ভারতকে অনুরোধ করা হয়েছে। এ ব্যাপারে তাদের আশ্বাস পাওয়া গেছে বলে মন্ত্রী জানান। এ বিষয়ে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে আলাপ করেছেন বলেও জানান এই মন্ত্রী।
ভারত বাড়তি শুল্কারোপ করার পরেও পেঁয়াজের দর খুব বেশি বাড়বে না বলে আশা করছেন মন্ত্রী। তিনি বলেন, ‘চাষিদের ঘরে অন্য বছরের তুলনায় পেঁয়াজ একটু বেশি আছে। দাম বাড়বে, তবে আকাশচুম্বী হবে না বলে ধারণা করছি।’
এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘ইচ্ছা করলেই বাজার মনিটরিং করে নিয়ন্ত্রণ করতে পারব না। আসলে চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। সরবরাহ বেশি হলে দাম অটো কমবে। আপনারা যতই বলেন, আমরা কেন সিন্ডিকেট ভাঙতে পারছি না… আসলে সিন্ডিকেট ভাঙা অনেক কঠিন।’
পেঁয়াজের দর নিয়ে কৃষিমন্ত্রী বলেন, ‘বাজার মনিটরিং করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে শক্তভাবে। এক্ষেত্রে সবাইকে নিয়ে আমরা চেষ্টা করব বাজারটা নিয়ন্ত্রণ করার।’