× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নবম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো নভেম্বরে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১২:৪৬ পিএম

আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৩:১৮ পিএম

নবম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো নভেম্বরে

তিন দিনব্যাপী ৯ম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০২৩ আগামী ২১ নভেম্বর শুরু হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আয়োজন চলবে ২৩শে নভেম্বর পর্যন্ত।

এ অনুষ্ঠানকে সামনে রেখে বুধবার (২৪ আগস্ট) ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) রাজধানীর গুলশান ক্লাবে সফট লঞ্চিং সেরিমনি-মিট দ্য প্রেস আয়োজন করে। এতে ইসাবের সভাপতি জহির উদ্দিন বাবর তার স্বাগত বক্তব্যে সাংবাদিকদের সামনে ইসাবের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন।

তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান উন্নয়ন ও গতিশীলতার সঙ্গে তাল মিলিয়ে ইসাবের সদস্যরা দেশের সার্বিক শিল্প-বাণিজ্য ও আবাসন খাতের অগ্নিনিরাপত্তা নিশ্চিতে ক্রমাগত কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে ইসাবের সেক্রেটারি জেনারেল এম. মাহমুদুর রশিদ আন্তর্জাতিক এই এক্সপোর বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, এবারের এক্সপোতে তিনটি ক্যাটাগরিতে পণ্য প্রদর্শন করা হবে। যার মধ্যে থাকছে ফায়ার সেফটি সলিউশন, সিকিউরিটি সলিউশন ও বিল্ডিং অটোমেশন।

মেলায় ৩০টি দেশের শতাধিক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এ ছাড়াও আন্তর্জাতিক এই এক্সপোতে অগ্নিনিরাপত্তা ও সমসাময়িক বিষয়ে চারটি টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে অংশগ্রহণকারীরা সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবেন এবং তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে। এ ছাড়া অগ্নিনির্বাপণ ও দুর্ঘটনায় উদ্ধারকাজে সাহসী ভূমিকা রাখার জন্য ফায়ার ফাইটারদের সম্মাননাও দেবে ইসাব।

তিন দিনব্যাপী এবারের এক্সপো প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘দেশের শিল্প-কারখানায় কীভাবে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে তা শিখিয়ে দিয়েছে রানা প্লাজা ধসের ঘটনা। উন্নয়নশীল দেশের কাতারে যেতে হলে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে হবে। অগ্নিনিরাপত্তা সরঞ্জাম ভবিষ্যতে দেশেই তৈরি হবে। সেজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘২০৩০ সালে বাংলাদেশ হবে বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা বাজার। এজন্য কারখানার যাবতীয় নিরাপত্তা নিশ্চিতে সবধরনের পদক্ষেপ নেওয়া দরকার। কোনো অ্যাকর্ড-অ্যালায়েন্সের প্রয়োজন নেই। প্রতিযোগিতার বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে নিজ উদ্যোগে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি আমীন হেলালি, সহসভাপতি রাশেদুল হোসেন চৌধুরী রনি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম এবং এফবিসিসিআইয়ের নবনির্বাচিত পরিচালনা পরিষদ।

অনুষ্ঠানে ইসাবের পরিচালনা পর্ষদের পক্ষে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মো. ওয়াহিদ উদ্দিন, সহসভাপতি এস এম শাহজাহান, সহসভাপতি মো. মতিন খান, সহসভাপতি মোহাম্মদ মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল জাকির উদ্দিন আহমেদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ মো. মাহমুদ-ই-খোদা, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলামসহ অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা