বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ২০:৩৩ পিএম
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লার মুক্তি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা-মা। প্রবা ফটো
বাংলাদেশ
ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লার মুক্তি চেয়ে সংবাদ সম্মেলন
করেছেন তার বাবা-মা। তারা বলেন, ‘ছাত্র রাজনীতি করার কারণে বিন ইয়ামিনকে হয়রানি করা হচ্ছে, কিন্তু
বিশ্ববিদ্যালয় তো সবকিছু শিখার জায়গা। একজন বিশ্ববিদ্যালয় ছাত্রকে বারবার গ্রেপ্তার
করে তার শিক্ষা জীবনকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তাই শুধু আমার ছেলের জীবনেই নয়, যারা
ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে আসবে তারা যেন এই হয়রানির শিকার না হয়।’
বৃহস্পতিবার
(২৪ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে
ছেলের মুক্তির জন্য আকুতি জানান বিন ইয়ামিন মোল্লার পরিবার।
বিন
ইয়ামিনের বাবা রফিকুল ইসলাম মোল্লা বলেন, ‘আজকে ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই, আমার ছেলে কোটা
সংস্কার আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত ছাত্রদের অধিকার নিয়ে, জনগণের অধিকার নিয়ে,
দেশের দুরবস্থা নিয়ে ন্যায়ের পথে বলেছে। এই ন্যায়ের পথে কথা বলতে গিয়ে কয়েকবার তার
ওপর হামলা হয়েছে, তাকে বারবার গ্রেপ্তার করা হচ্ছে, জেলে আটকে রেখেছে এবং রাখছে। বিন
ইয়ামিন মোল্লা কোনো চোর-ডাকাত নয়, সন্ত্রাসী নয়, জঙ্গি নয় সে একজন ছাত্র এবং একটি ছাত্র
সংগঠনের সভাপতি। তারপরও তাকে একেরপর এক মামলা দেখিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। তাহলে কি
ছাত্ররা রাজনীতি শিখবে না? বিশ্ববিদ্যালয় তো শিখার জায়গা। এখানে রাজনীতি থেকে আচরণ,
শিষ্টাচার সবকিছুই শিখবে ছাত্ররা।’
তিনি
আরও বলেন, ‘একটি সংগঠন করার জন্য আজকে তাকে
ধরে নিয়ে বারবার জেলখানায় রাখছে, আদালত জামিন দিচ্ছে পরক্ষণেই আবার অন্য মামলা দেখিয়ে
গ্রেপ্তার করে নিচ্ছে। এভাবে একজন বিশ্ববিদ্যালয় ছাত্রের জীবনকে নষ্ট করে দেওয়া হচ্ছে।
এভাবে চলতে থাকলে ওই ছাত্রের জীবনটা কই গিয়ে দাঁড়াবে?’