প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ০০:৫১ এএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪২ এএম
যুগ্মসচিব পদে বড় ধরনের পদোন্নতি দিয়েছে সরকার। ২২১ জন উপসচিব ও সমপদমর্যাদার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব করা হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। ২২১ জনের মধ্যে ছয়জন কর্মকর্তা বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনে কর্মরত।
সর্বশেষ গত বছরের নভেম্বরে ১৭৫ জন উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্মসচিব করা হয়েছিল। প্রশাসনে যুগ্মসচিবের পদ ৫০২টি। এ পদে এখন কর্মরত ৭২৫ জন। নতুন পদোন্নতির পর যুগ্মসচিবের সংখ্যা দাঁড়াল ৯৪৬–এ।