× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা রেলওয়ের উন্নয়নের প্রাণ : রেলপথমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৪ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ২০:০০ পিএম

রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। ফাইল ফটো

রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। ফাইল ফটো

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রেলওয়ের উন্নয়নের প্রাণ বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি রেল যোগাযোগব্যবস্থাকে আরও গতিশীল করতে ও সামনের দিকে এগিয়ে নিতে ডিপ্লোমা প্রকৌশলীদের আহ্বান জানান।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ডিপ্লোমা প্রকৌশলীদের ১১তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নূরুল ইসলাম সুজন বলেন, ’স্বাধীনতা-পূর্ববর্তী সময়ে বাংলাদেশের যোগাযোগব্যবস্থার মধ্যে রেলপথ ও নদীপথ ছিল যোগাযোগের মাধ্যম। সড়কপথে যোগাযোগব্যবস্থার তেমন উন্নয়ন ছিল না। স্বাধীনতাযুদ্ধের সময় রেল যোগাযোগব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।’ 

তিনি বলেন, ’স্বাধীনতার পর বঙ্গবন্ধু রেলওয়ের কিছু উন্নয়ন করেছিলেন। এরপর কোনো সরকার রেলওয়ের উন্নয়নের কাজে হাত দেয়নি, বরং রেলপথকে ধ্বংস করেছে। জামায়াত-বিএনপির আমলে রেলওয়েকে বেসরকারিকরণের জন্য গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে ১০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করেছিল। বর্তমান সরকারপ্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট করার জন্য রেলের ব্যাপক উন্নয়ন করেছেন। আমরা চীনে ও ভারতে দেখেছি, তাদের রেল যোগাযোগব্যবস্থা অনেক উন্নত।’

মন্ত্রী বলেন, ’আগামী অক্টোবরের মধ্যে রেলের চারটি প্রকল্পের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সময় দিলেই আমরা এই চারটি প্রকল্প উদ্বোধন করব। দেশের এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য একটি দল অপপ্রচার চালাচ্ছে এবং নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।’

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর ও মহাপরিচালক মো. কামরুল আহসান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা