প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫৩ পিএম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৮ পিএম
জাতীয় প্রেস ক্লাবে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক রচিত ‘চীনের উত্থান : উদ্বিগ্ন প্রতিবেশী’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। প্রবা ফটো
চীন
নিজের স্বার্থের বাইরে কাউকে সাহায্য করেনি বলে মন্তব্য করেছেন ঘাতক দালাল নির্মূল
কমিটির সভাপতি শাহরিয়ার কবির।
মঙ্গলবার
(৫ সেপ্টেম্বর) বিকালে জাতীয় প্রেস ক্লাবে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক
রচিত ‘চীনের উত্থান : উদ্বিগ্ন প্রতিবেশী’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে
মুখ্য আলোচক হিসেবে শাহরিয়ার কবির এ কথা বলেন।
ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনের সভাপতিত্বে মেজর জেনারেল (অব.) সিকদার, জাতীয়
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনার শুরুতে শাহরিয়ার কবির মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, ‘১৯৭১ সালে চীন আমাদের পাশে ছিল
না। তারা পাকিস্তানের পাশে ছিল। অথচ আমেরিকার সরকার আমাদের পাশে তখন না থাকলেও আমেরিকার
জনগণ ব্যাপকভাবে আমাদের পাশে ছিল। আমাদের মুক্তিযুদ্ধে হানাদার বাহিনী বন্দুকের যেসব
বুলেট ব্যবহার করেছে সবই ছিল চীনের বুলেট।’
তিনি বলেন, ’চীনের ঋণের ফাঁদে পড়ে পাকিস্তান ধ্বংসের পর্যায়ে চলে গেছে। সুতরাং বলাই যায়, চীন
যার বন্ধু তার আর শত্রুর দরকার হয় না।’
সম্প্রতি ভারতে হতে যাওয়া জি-২০ সম্মেলনের ইস্যু নিয়ে তিনি বলেন, ’সম্ভবত জি-২০
সম্মেলনে চীন ও রাশিয়া যাচ্ছে না। এর মাধ্যমে চীন ভারতের সঙ্গে তাদের সম্পর্কের আরও
অবনতি ঘটালো। আসলে ভারত ও চীনের মধ্যে মানচিত্র নিয়ে বিরোধ রয়েছে।’
বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, ’চীনের একটি অখণ্ড উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে তাদের ঘাঁটি স্থাপন করা এবং সেই ঘাঁটি থেকে ভারতের ওপর আক্রমণ বা আধিপত্য বিস্তার করা।’
চীনের সঙ্গে বাংলাদেশ ও বিভিন্ন দেশের চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ’যেখানে অন্যান্য দেশ বিনিয়োগ
করে না, সেখানে চীন সহজে এই বিনিয়োগ করে। তবে তাদের চুক্তির ব্যাপারে কোনো তথ্য প্রকাশ
করে না।’