× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্যারিস পৌঁছে মাখোঁ বললেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে ধন্যবাদ’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৪:২৯ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৫:২৬ পিএম

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এই ছবিটি পোস্ট করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এই ছবিটি পোস্ট করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ

দুই দিনের সংক্ষিপ্ত ঢাকা সফর শেষ করে ফিরে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তার মাত্র ১৯ ঘণ্টার ব্যতিক্রমী সফরসূচি ব্যাপক সাড়া জাগিয়েছে। এ সময়টুকুতে বাংলাদেশের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। আর সেজন্য দেশে ফিরে কৃতজ্ঞতা জানিয়েছেন এমানুয়েল মাখোঁ।

সোমবার (১১ সেপ্টেম্বর) প্যারিস পৌঁছে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে বাংলায় লেখা এক বার্তায় এমানুয়েল মাখোঁ বলেন, ‘ধন্যবাদ আপনাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই সাথে বাংলাদেশিদের, আপনাদের উষ্ণ অভ্যর্থনার জন্য। এটি আমাদের দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক ও অটুট বন্ধুত্বের গুরুত্ব বহন করে।’

তিনি আরও বলেন, ‘দারিদ্র্য মোকাবেলা এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে ফ্রান্স বাংলাদেশকে তার কৌশলে সহায়তা প্রদান অব্যাহত রাখবে। বাংলাদেশের ম্যানগ্রোভ (সুন্দরবন); যা বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ, সংরক্ষণের জন্য আমরা একটি সংরক্ষণ চুক্তি (কনজারভেশন প্যাক্ট) চালু করতে যাচ্ছি।’

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলন শেষে রবিবার রাত সাড়ে ৮টায় ঢাকায় এসে পৌঁছান ফরাসি প্রেসিডেন্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকায় নেমে নৈশভোজের আগে বক্তৃতায় বাংলাদেশের জাতীয় সংগীতের কয়েকটি লাইন উচ্চারণ করে সবাইকে আবেগাপ্লুত করেন ফরাসি প্রেসিডেন্ট। নৈশভোজের পর গান শুনতে ছুটে যান ‘জলের গানের’ শিল্পী রাহুল আনন্দের বাসায়। পরদিন সকালে ধানমন্ডি লেকে হেঁটে, নৌকায় তুরাগ নদে ভ্রমণ করে, ফুটপাথে দোকানির কাছ থেকে শিঙাড়া নিয়ে, সড়কে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে শাশ্বত বাঙালির হৃদয়কে স্পর্শ করেছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী এই নেতা।

সফরকালে বাংলাদেশের প্রশংসা করে এমানুয়েল মাখোঁ বলেছেন, ‘দক্ষিণ এশিয়ার এই দেশটি অসাধারণ সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ বিশ্বমঞ্চে তার স্থান ধীরে ধীরে পুনরুদ্ধার করছে।’ পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ-ও বলেছেন, ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চল বর্তমানে নতুন এক সাম্রাজ্যবাদের মুখোমুখি। আমরা তাই গণতান্ত্রিক নীতি এবং আইনের শাসনের ওপর ভিত্তি করে একটি তৃতীয় উপায় প্রস্তাব করতে চাই; যেখানে আমাদের কোনো অংশীদারকে খাটো করা হবে না বা তাদের কোনো অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হবে না।’

সোমবার দুপুর ২টা ৪৮ মিনেটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে প্যারিসের উদ্দেশে রওনা হন তিনি। পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টকে বিদায় জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা