প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১২:২৮ পিএম
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩৯ পিএম
প্রবা ফাইল ফটো
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সৃষ্টি হওয়া লঘুচাপটি বুধবার সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সূত্র।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘আজ (মঙ্গলবার) থেকে শনিবার (২৩ সেপ্টেম্বর) পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। আগামীকাল (বুধবার ) লঘুচাপটি ভারতের স্থলভাগে উঠে যেতে পারে।’
সোমবার ঢাকা বিভাগে বৃষ্টিপাত হয়েছে ১১২, রাজশাহী বিভাগে ৬৮, রংপুর বিভাগে ৭২, ময়মনসিংহ বিভাগে ১১, সিলেট বিভাগে ১২৫, চট্টগ্রাম বিভাগে ২৪৯, খুলনা বিভাগে ৪৫ এবং বরিশালে ২৭৮ মিলিমিটার— মোট ৯৬০ মিলিমিটার।
সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ৩৬ দশমিক ৪ ও সর্বনিম্ন বান্দরবানে ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অধিকাংশ (৭৬ থেকে ১০০ শতাংশ) জায়গায় এবং খুলনার অনেক (৫১-৭৫ শতাংশ) জায়গায় দমকা, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। এতে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, ওড়িশা, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।