× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈঠক শেষে উজরা জেয়া

বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২২:২৩ পিএম

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০৭ পিএম

 যুক্তরাষ্ট্রর আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রর আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। ছবি : সংগৃহীত

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র বিষয়টি আবার মনে করিয়ে দিলেন দেশটির আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। স্থানীয় সময় গত সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকের পর এক্স-এর পোস্টে এ কথা লিখেছেন তিনি।

গত জুলাই মাসে বাংলাদেশ সফর করেন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। তখন তিনি সরকারপ্রধান, মন্ত্রী, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে তার দেশ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় বলে জানান তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকেও বিষয়টিতে গুরুত্ব দেন তিনি।

এক্সে (সাবেক টুইটার) উজরা জেয়া লিখেছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব, মত প্রকাশের স্বাধীনতা এবং বাংলাদেশে আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের জন্য অব্যাহত মানবিক সহায়তার ওপর আবার প্রশংসনীয় আলোচনা হয়েছে।

ঢাকা সফরের সময় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেছিলেন, ‘আমি সহিংসতা প্রত্যাখ্যান করে সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ, অবাধ ও ন্যায্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করতে সব পক্ষের আহ্বান জানাই। আসুন, আমরা বাংলাদেশের জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিই।’

উজরা জেয়া জানান, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনকে সমর্থন করা। এ ছাড়া সম্ভাব্য তত্ত্বাবধায়ক সরকার বা বর্জনের প্রশ্নগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

তিনি বলেন, ‘এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা দেখছি না। আমি শুধু বলতে চাই, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ নিই না।’

মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় শোলেটের গুরুত্ব

উজরা জেয়া বাংলাদেশে যুক্তরাষ্ট্রের অবাধ, সুষ্ঠু নির্বাচন চাওয়ার বিষয়টি এক্স-এর পোস্টে পরিষ্কার করে বলেছেন। একই দিন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাউন্সেলর ডেরেক শোলেট বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে। তাদের বৈঠকে গুরুত্ব পেয়েছে মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার বিষয়।

বৈঠক শেষে এক্সে এক পোস্টে শোলেট বলেন, ‘আমরা অর্থনৈতিক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন এবং মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার গুরুত্বের ব্যাপারে আমাদের সহযোগিতা নিয়ে আলোচনা করেছি।’ 

বৈঠকের পর নিউইয়র্কে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন ডা. মোমেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত উষ্ণ সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ সম্পর্ককে আরও জোরদার ও মজবুত করতে চান।

একজন বন্ধু অন্য বন্ধুকে পরামর্শ দিতে পারেÑ উল্লেখ করে ড. মোমেন বলেন, ‘আমরা তাদের অনেক পরামর্শ গ্রহণ করেছি। যদি পরামর্শ বাস্তবসম্মত হয়, তবে আমরা অবশ্যই তা গ্রহণ করব।’

শোলেট চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকা সফর করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের সদস্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকগুলোতে শোলেট রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের প্রতি মার্কিন সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেন এবং দেশে মানবাধিকার সুরক্ষা, জলবায়ু পরিবর্তন প্রশমন, একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গঠনে সহযোগিতার ওপর জোর দেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা