× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোটের আগে পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৪০ কর্মকর্তা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩ ১৫:৪৬ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২৩ ২১:০৭ পিএম

ভোটের আগে পদোন্নতি পেয়ে উপসচিব হলেন ২৪০ কর্মকর্তা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জ্যেষ্ঠ সহকারী সচিব এবং সমপর্যায়ের ২৪০ জন কর্মকর্তাকে উপসচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

শনিবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা দুটি প্রজ্ঞাপনে এ পদোন্নতির খবর জানানো হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে প্রশাসন ক্যাডারের ১৭৮ জন এবং অন্যান্য ক্যাডারের ৬২ জন। তাদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে কর্মরত আছেন নয়জন। এছাড়া সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের একান্ত সচিবরাও (পিএস) পদোন্নতির তালিকায় রয়েছেন।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ২৩১ কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। উপসচিব পদে তাদের যোগদানপত্র ইমেইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। আর বিভিন্ন দূতাবাসে কর্মরতরা তাদের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানপত্র পাঠাবেন। 

মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, জনপ্রশাসনে উপসচিবের পদ ১ হাজার ৭৫০টি। গতকাল পদোন্নতি পাওয়াদের নিয়ে এই পদে কর্মকর্তাদের সংখ্যা এখন ১ হাজার ৭১৮ জন। এর আগে গত বছরের ১ নভেম্বর ২৫৯ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

সূত্র জানায়, এবার উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে মূল বিবেচনায় ছিলেন বিসিএসের ২৯ ব্যাচের কর্মকর্তারা। তবে আগে পদোন্নতিবঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তারাও এবারের তালিকায় ঠাঁই পেয়েছেন। উপ-সচিব পদে পদোন্নতি পেতে জ্যেষ্ঠ সহকারী সচিব পদে পাঁচ বছর চাকরিসহ কমপক্ষে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা