× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রমিক বিক্ষোভ থেকে আটক সবাই বিএনপির লোক : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩ ১৭:১৮ পিএম

আপডেট : ১২ নভেম্বর ২০২৩ ১৮:৪৩ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ফাইল ফটো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ফাইল ফটো

পোশাক খাতে যে অস্থিরতা চলছে, বিএনপির নেতাকর্মীরা তা উসকে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, বিএনপি সব জায়গায় (আন্দোলনে) ব্যর্থ হয়ে এই জায়গায় এসে সফলতা পাওয়ার চেষ্টা করছে। একই সঙ্গে মন্ত্রী দাবি করেছেন, পোশাক শ্রমিকদের বিক্ষোভ থেকে যাদের আটক করা হয়েছে তারা বিএনপির কর্মী এই তথ্য রয়েছে।

রবিবার (১২ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন কথা বলেন।

ন্যূনতম মজুরি নির্ধারণ করে দেওয়ার পরও পোশাক শ্রমিকদের আন্দোলন চলা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে যে তথ্য আছে, প্রধানমন্ত্রী শ্রমিকদের ৫৬ দশমিক ২৫ শতাংশ মজুরি বাড়িয়েছেন। শ্রম মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী বিজিএমইর ব্যবসায়ীরা এই বেতন বাড়িয়েছেন—৮ হাজার থেকে সাড়ে ১২ হাজার টাকা করেছেন।’

তিনি আরও বলেন, ‘তাদের অনেকেরই মনে সংশয় আছে, দ্বিধা আছে, এ রকম আমরা শুনতে পাচ্ছি যে, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড— এগুলোর কী হবে। নিশ্চয়ই গার্মেন্টস মালিকপক্ষ...তারাও তো ব্যবসা-বাণিজ্য করবেন। তারা এগুলো সব কিছুর সমাধান করবেন। সমাধান করার ক্ষেত্রটি আগুন না। সমাধান করার ক্ষেত্রটি ভাঙচুর না, রাস্তা অবরোধ করা না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমরা যেগুলো ভিডিও ফুটেজের মাধ্যমে পাচ্ছি, এগুলোর প্রায়গুলো বিএনপির অ্যাক্টিভিস্ট। আমরা দেখেছি, কুষ্টিয়ার একজন নেতা কোনাবাড়ীতে এসে এদের উৎসাহ দিচ্ছিল, ঐক্যবদ্ধ করছিল। এগুলো বিভিন্ন স্থানে যেগুলো আমাদের ক্যামেরাবন্দি হয়েছে এবং যাদের আমরা ধরতে পেরেছি, তার সবগুলো বিএনপির অ্যাক্টিভিস্ট বলে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে।’

মন্ত্রী আরও বলেন, ‘তারা নিরীহ শ্রমিকদের ইন্ধন দিচ্ছেন, তাদের জড়ো করছেন। সব জায়গায় ব্যর্থ হয়ে এই জায়গায় এসে সফলতা পাওয়া যায় কি না, তারই একটা ব্যবস্থা তারা করতে চাচ্ছেন। আমি মনে করি, শ্রমিকদের যদি আরও কিছু দাবি থাকে, তাহলে তা বিজিএমইর নেতাদের সঙ্গে বসে ফয়সালা করা যাবে। সেগুলো না করলে নিজেদের ও দেশের ক্ষতি হচ্ছে বলে তাদের চিন্তা করা উচিত।’

বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলা আন্দোলন নিয়ে তিনি বলেন, ‘তাদের চরিত্রই এমন। তারা সব সময়ই সন্ত্রাস ডেকে ষড়যন্ত্র করে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এসব কর্মসূচি দিচ্ছে।’

‘সময়মতো নির্বাচনের ডাক দেবে নির্বাচন কমিশন। সবাই সেখানে অংশ নেবেন—এমনটিই জনগণের প্রত্যাশা। আমরা এখনও বলি, তারা নির্বাচনে আসবেন। নির্বাচন ছাড়া সরকার পাল্টানোর আর কোনো সুযোগ নেই। কাজেই নির্বাচনে তাদের আসতে হবে, যদি সরকার পরিবর্তন করতে চায়,’ যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিএনপির জ্যেষ্ঠ নেতারা কারাগারে; এ অবস্থায় দলটি নির্বাচনে আসবে কি না- জানতে চাইলে জবাবে আসাদুজ্জামান খাঁন বলেন, ‘তারা নির্বাচনে আসবে কি আসবে না, এটা তাদের এখতিয়ার। আমাদের কথা হচ্ছে- ২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে লঙ্কাকাণ্ডের আগে আমরা বিএনপির কোনো নেতাকর্মীকে ধরিনি। সেখানে যখন নৃশংসতা ও বর্বরতা চলছে, তখন তারা মঞ্চে বসে ছিলেন। তারা তো দুঃখ প্রকাশ করতে পারতেন জাতির উদ্দেশে যে, আমাদের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে উচ্ছৃঙ্খল কিছু কর্মী এসব করেছে। এটা আমাদের কাম্য ছিল না।’

‘কিন্তু এর পরিবর্তে তারা অব্যাহত হরতালের ডাক দিয়েছেন। একজন বাসের হেল্পার শুয়ে ছিলেন, বাস পাহারা দিচ্ছিলেন, তাকেসহ পুড়িয়ে দেওয়া হয়েছে বাসটি। এতে কী প্রমাণ হয়? বিএনপির বড় বড় নেতারা কি দায় এড়াতে পারবেন? তারা বলতে পারতেন—তোমরা বাসে আগুন দিও না, তোমরা মানুষ হত্যা করো না। বিএনপি নেতাদের শুভ বুদ্ধির উদয় হবে, তারা এসব থেকে বিরত থাকবে বলেই আশা করছি,’ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা