× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিস্থিতি স্বাভাবিক, চোরাগুপ্তা হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩ ১৭:০০ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩ ২০:৩০ পিএম

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

পুলিশ মহাপরিদর্শক  (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, চলমান অবরোধ-হরতাল উপেক্ষা করে রাস্তাঘাটে সাধারণের উপস্থিতি বেড়েছে; সবকিছুই স্বাভাবিক হচ্ছে। আর যারা চোরাগুপ্তা হামলা চালাচ্ছে তাদের বিরুদ্ধে  আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের শঙ্কা নেই বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন ভবন ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি। 

নির্বাচন কমিশনের সঙ্গে আইজিপি প্রায় দুই ঘণ্টা  বৈঠক করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফিজুর রহমানও উপস্থিত ছিলেন।

আইজিপি সাংবাদিকদের আরও বলেন , ‘আমরা সিইসি মহোদয়ের সঙ্গে কথা বলেছি। যখনই নির্বাচন আসে আইনশৃঙ্খলাবাহিনী ইসির নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করি। নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে করার জন্য আইন অনুযায়ী যে কাজ করার দরকার তাই করে থাকি। আমরা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ। আশা করছি, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী একটা অবাধ ও সুষ্ঠ নির্বাচন দেশবাসীকে উপহার দিতে পারব।'

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে আইজিপি বলেন, ‘এখন পর্যন্ত আমরা কোনো হুমকি দেখছি না। আশঙ্কাজনক কোনো খবর নেই বা বোধও করছি না।এরপরও গোয়েন্দা সংস্থা আমাদের সব জায়গায় কাজ করছে। তারা যে তথ্য দেবে আইনশৃঙ্খলা বাহিনী সেই আলোকে ব্যবস্থা নেবে। সকল প্রস্তুতি নিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ ও প্রস্তুত আছি।’

চলমান আন্দোলনে সহিংসতার বিষয়ে আইজিপি বলেন, ‘সহিংসতা যারা করছে; যারা বাসে আগুন দিচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে, ট্রেনে আগুন দিচ্ছে। তাদের অনেককেই গ্রেপ্তার করা হচ্ছে। তবে আমরা তৎপর আছি। আমাদের তৎপর থাকার কারণে রাস্তাঘাটে সাধারণ মানুষের উপস্থিতি বেড়েছে। বর্তমানে ৮০ শতাংশ গাড়ি রাস্তায় চলাচল করছে। প্রায় সবকিছুই স্বাভাবিক হচ্ছে। যারা চোরাগুপ্তা হামলা চালাচ্ছে দেশের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেব।'

আইজিপি বলেন,  ‘কারোর বিরুদ্ধে কোনো ত্রুটি পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেকোন নির্বাচনে আইন বর্হিভূত কাজে পুলিশের লোক হোক বা যে কোনো লোক হোক, যার বিরুদ্ধে ত্রুটি পাবো, ব্যবস্থা নেব।'

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা