× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবি ফজলুল হকের প্রয়াণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২২ ২০:৪৮ পিএম

কবি ফজলুল হক। ফাইল ছবি

কবি ফজলুল হক। ফাইল ছবি

আশির দশকের শক্তিমান কবি ফজলুল হক আর নেই। মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর বাসায় তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি ২ ছেলে, ১ মেয়ে স্ত্রী রেখে গেছেন।

ফজলুল হক সম্প্রতি মস্তিস্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন। ফুসফুসেও সংক্রমণ ধরা পড়েছিল। ঢাকা ও সিলেটের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন। 

ফজলুল হক সিলেটের গ্রামে বসবাস করেও একজন শক্তিমান কবি হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগ থেকে অবসর গ্রহণ করেন। সন্তানদের পড়ালেখার সুবিধার জন্য তিনি গত কয়েক বছর থেকে সিলেট নগরীতে বসবাস করেন। 

ফজলুল হকের জন্ম ১৯৬১ সালের ১ সেপ্টেম্বর, সিলেটের বিয়ানীবাজার।  প্রকাশিত কাব্যগ্রন্থ তিনটি- ‘পৃথক দংশন’, ‘কবির জন্মদিন’ ও ‘শঙ্খ ঘোষের সঙ্গে নির্বাসনের দিনে’। সম্পাদনা গ্রন্থ ‘তপোধীর ভট্টাচার্য : জীবন ও কর্ম’। তিনি ছিলেন গীতিকার। সিলেট বেতারের জন্য গান লিখেছেন। সিলেটের দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় সাংবাদিকতাও করেছেন। বিগত তিন দশকে বিয়ানীবাজারের সাহিত্য-সাংস্কৃতিক আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন।

বুধবার দুপুরে গ্রামের বাড়ির পারিবারিক গোরস্তানে তাঁকে সমাহিত করা হবে বলে জানা গেছে। কবি ফজলুল হকের মৃত্যুতে সিলেট-৬ আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শোক প্রকাশ করেছেন। 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা