× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে আন্তর্জাতিক শিক্ষা শিবিরে অংশ নিচ্ছেন খেলাঘরের ১৬ সদস্য

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৭ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩ ২৩:১২ পিএম

ভারতে আন্তর্জাতিক শিক্ষা শিবিরে অংশ নিচ্ছেন খেলাঘরের ১৬ সদস্য।

ভারতে আন্তর্জাতিক শিক্ষা শিবিরে অংশ নিচ্ছেন খেলাঘরের ১৬ সদস্য।

সর্বভারতীয় শিশু-কিশোর সংগঠন ‘সবপেয়েছি’র আসরের ৬৪তম আন্তর্জাতিক শিক্ষা শিবিরে অংশ নিচ্ছেন জাতীয় শিশু কিশোর সংগঠন ‘খেলাঘর’র ১৬ সদস্যের প্রতিনিধিদল।

শুক্রবার (২২ ডিসেম্বর) ভারতের উদ্দেশ টিম সদস্যরা যাত্রা করেন। এসময় সংগঠনটির পক্ষ থেকে ১৬ সদস্যের প্রতিনিধি দলকে অনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা জানিয়েছে খেলাঘর। আগামী ২ জানুয়ারি তাদের দেশে ফেরার কথা রয়েছে।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগামী প্রকাশনীর কর্ণধার ও খেলাঘর প্রেসিডিয়াম সদস্য ওসমান গনী। এসময় বক্তব্য রাখেন খেলাঘরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা, প্রেসিডিয়াম সদস্য শফিকুর রহমান শহীদ, সংগঠক ড. শাহাদাৎ হোসেন নিপু, অশোকেশ রায়, রাজন ভট্টাচার্য, অনিকেত আচার্য, ইকবাল চৌধুরী, মেঘলা, রফিকুজ্জামান নয়ন প্রমুখ।

খেলাঘরের পক্ষে টিমের নেতৃত্ব দিবেন প্রেসিডিয়াম সদস্য হান্নান চৌধুরী। সহ-টিম লিডারের দায়িত্বে আছেন প্রবীর সাহা। টিম সদস্যদের মধ্যে রয়েছেন, গোবিন্দ বাগচি, সুজন মজুমদার, মুক্তা রানী ঠাকুর, শাহানা ফেরদৌসী লাকি, শামীম শিকদার, রুবায়েতুল ইসলাম প্রীতম, সুস্মিত সাইফ আহমেদ, শেখ তামিম মজিদ, কুলসুম আক্তার, অর্নামনি মজুমদার, এরিনা আক্তার, অবন্তিকা রায়, জেরিন তাসনিম রাইসা, চন্দ্রিমা বনিক।

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মল্লারপুর উচ্চ বিদ্যালয়ে আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া আসরটি শেষ হবে থেকে ৩০ ডিসেম্বর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা