× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রীতি উরাংয়ের মৃত্যু : ডেইলি স্টার সম্পাদককে খোলা চিঠি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:২৫ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:০৬ পিএম

প্রীতি উরাংয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ আয়োজিত এ মানববন্ধন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে। প্রবা ফাইল ফটো

প্রীতি উরাংয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ আয়োজিত এ মানববন্ধন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে। প্রবা ফাইল ফটো

জাতীয় ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসার শিশু গৃহপরিচারিকা প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনার ১০ দিন পর মুখ খোলেন দৈনিকটির সম্পাদক মাহফুজ আনাম। বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ ও আলোচনার মুখে ইংরেজি দৈনিকটির সম্পাদকের দেওয়া বিবৃতি নিয়ে হতাশা ব্যক্ত করেছে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ নামের একটি সংগঠন।

ডেইলি স্টার সম্পাদকের প্রতি কিছু প্রশ্ন ছুড়ে দিয়ে এক খোলা চিঠিতে সংগঠনটি বলেছে, ‘আপনার প্রতিষ্ঠান কি শিশুশ্রমিক রাখার বিপক্ষে অবস্থান নিয়েছে? হত্যার মতো গুরুতর অভিযোগ এবং জেলখানায় বন্দি আসামিকে সাময়িক বরখাস্ত না করা কি গণমাধ্যমের নৈতিকতা ও মূল্যবোধগত বিষয়? ব্যক্তির অপরাধের দায় কি দ্য ডেইলি স্টারের? শিশু প্রীতি ও ফেরদৌসীর সঙ্গে কি ন্যায়বিচার হয়েছে? কেন বারবার একই বাড়িতে এমন ঘটনা ঘটছে– বিষয়টি কি একটি দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে আপনি বিবেচনায় নিয়েছেন?’

৬ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে শাহজাহান রোডে সাংবাদিক আশফাকুল হকের বাসার (নবম তলা) নিচ থেকে প্রীতি উরাংকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর স্থানীয়রা ওই বাড়ির ফটকে জড়ো হয়ে ‘মেয়েটিকে হত্যা করা হয়েছে’ অভিযোগ তুলে বিক্ষোভ দেখায়। মেয়ের অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে পরদিন মোহাম্মদপুর থানায় মামলা করেন প্রীতির বাবা লোকেশ উরাং। মামলায় সাংবাদিক আশফাকুল ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে আসামি করা হয়।

একই বাসার নিচতলা থেকে গত বছরের ৬ আগস্ট ফেরদৌসী নামের এক গৃহকর্মীকে আহত অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ। সে সময় ফেরদৌসীর মা আশফাকুল ও তার স্ত্রী তানিয়ার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেছিলেন।

প্রীতির মৃত্যুর পর বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিবৃতি দেন ডেইলি স্টার সম্পাদক সম্পাদক মাহফুজ আনাম। বিবৃতিতে প্রীতির মৃত্যুর ঘটনায় তার পত্রিকার অবস্থান তুলে ধরেন মাহফুজ আনাম। একই সঙ্গে প্রীতির মৃত্যুতে শোক প্রকাশ করেন তিনি।

এ ব্যাপারে রবিবার (১৮ ফেব্রুয়ারি) ডেইলি স্টার সম্পাদককে পাঠানো খোলা চিঠিতে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ আরও বলেছে, ‘আমরা বিশ্বাস করি– দ্য ডেইলি স্টারও একই প্রশ্নের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেগুলোকে আলোচনায় তুলতে চাইছে না।’

সংগঠনটির দাবি– অবিলম্বে আশফাকুল হককে অব্যাহতি দেওয়া হোক। প্রীতি উরাং ও ফেরদৌসীর পরিবার যেন ন্যায়বিচার পায়, সেজন্য পত্রিকাটি সহায়তা করুক।

ডেইলি স্টারের সম্পাদকের বিবৃতির সমালোচনা করে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ বলেছে, ‘আপনি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিচারিক প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষায় আছেন, উল্লেখ (বিবৃতিতে) করেছেন। অথচ একই ব্যক্তির বিরুদ্ধে পরপর একই ধরনের দুটি অভিযোগ উঠে এসেছে, যা আপনি অনুধাবনে ব্যর্থ হয়েছেন। অভিযোগটি বিচারাধীন থাকার পরও আপনি তা বিবৃতিতে উল্লেখ করেননি। এমনকি আপনার পত্রিকার পক্ষ থেকে অন্যান্য ঘটনার মতো এই দুটি ঘটনায় সরেজমিন অনুসন্ধান করে বিশ্লেষণধর্মী ও তুলনামূলক আলোচনার প্রতিবেদন প্রকাশ করা হয়নি, যা পত্রিকার পক্ষপাতদুষ্ট আচরণ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা