× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিআইডি মাদকের গডফাদারদের সম্পদ ক্রোক করছে : সিআইডিপ্রধান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০৬ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২২:২৪ পিএম

সিআইডির সদর দপ্তরে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে মতবিনিময় করেন সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। প্রবা ফটো

সিআইডির সদর দপ্তরে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে মতবিনিময় করেন সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। প্রবা ফটো

সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেছেন, ‘বাংলাদেশে সিআইডি একমাত্র প্রতিষ্ঠান যাদের কার্যক্রম মাদকের খুচরা বিক্রেতা, গ্রহীতা ও বাহকের গ্রেপ্তারের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং গডফাদারদের শনাক্ত করে সম্পৃক্ত অপরাধে মানি লন্ডারিং আইনে মামলা ও তাদের অবৈধ সম্পদও ক্রোক করছে।’

রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন সিআইডিপ্রধান। প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে মতবিনিময়ে এ সভার আয়োজন করে সিআইডি। 

মোহাম্মদ আলী মিয়া বলেন, ‘স্মার্ট পুলিশ বিনির্মাণে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালার মাধ্যমে বাংলাদেশ পুলিশ সদস্যদের পেশাদারী দক্ষতা বৃদ্ধিতে সিআইডি অগ্রগণ্য ভূমিকা পালন করছে।’

তিনি আরও বলেন, ‘ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে আধুনিক প্রশিক্ষণ ও লজিস্টিকস সরবরাহের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার নিকট সহযোগিতা কামনা করছি।’

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন, “একটি দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও বিদেশি বিনিয়োগ নির্ভর করে দেশটির অনুকূল পরিবেশ ও ‘রুল অব ল’-এর বাস্তবায়নের ওপর। অনুকূল পরিবেশ বজায় রাখার জন্য সিআইডির চলমান কর্মকাণ্ড প্রশংসনীয়।”

সভায় সিআইডির সকল কার্যক্রমের ওপর একটি অডিও ভিজুয়াল প্রদর্শন করা হয়। যেখানে বর্তমান সিআইডিপ্রধান কর্তৃক গৃহীত উন্নয়নমূলক কর্মকাণ্ড যেমন- প্রসিকিউশন সেল, সাইবার মনিটরিং সেল, মিডিয়া অ্যানালাইসিস সেন্টার, রেকর্ড ও আর্কাইভ শাখা, মানব পাচার মনিটরিং সেল গঠন এবং সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম, সাইবার পুলিশ সেন্টার, অর্গানাইজড ক্রাইম, ডিএনএ, ফরেনসিক ল্যাবসহ সকল শাখার কার্যক্রম ও সফলতার বর্ণনা অতি সংক্ষেপে প্রদর্শিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম। এ ছাড়াও ডিআইজি, অতি. ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ সিআইডির বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা