× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেলের বেদখল জমি উদ্ধারে ডিসিদের সহযোগিতা চাইলেন মন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৪ ১৮:৪৩ পিএম

চট্টগ্রাম নগরীর দুই নম্বর ষোলশহর এলাকার রেললাইনের দুই পাশজুড়ে শত শত অবৈধ স্থাপনা। সংগৃহীত ফটো

চট্টগ্রাম নগরীর দুই নম্বর ষোলশহর এলাকার রেললাইনের দুই পাশজুড়ে শত শত অবৈধ স্থাপনা। সংগৃহীত ফটো

সারা দেশের বিভিন্ন জায়গায় থাকা বাংলাদেশ রেলওয়ের বেদখল হওয়া জমি উদ্ধারে জেলা প্রশাসকদের (ডিসি) সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন রেলপথ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে তিনি এই তথ্য জানান। 

রেলমন্ত্রী বলেন, ‘আমাদের জনবল কম। এজন্য অবৈধ রেলক্রসিং ও বেদখল হওয়া জমি উদ্ধারে ডিসিদের সহযোগিতা চেয়েছি।’

তিনি বলেন, ‘সবচেয়ে সূলভে যাত্রী ও মাল পরিবহন হয় ট্রেনে। প্রত্যেকটি জেলায় রেলসেবা পৌঁছে দেওয়ার নির্দেশ রয়েছে প্রধানমন্ত্রীর। তার নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি।’

একই প্রশ্নের জবাবে রেল সচিব হুমায়ুন কবীর জানান, জেলা প্রশাসকদের কাছে থেকে তারা সাতটি প্রস্তাব পেয়েছেন। এর মধ্যে রয়েছে ময়মনসিংহ শহরে রেলক্রসিংয়ের কারণে যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণ; শার্শায় একটি স্টেশন করা; নোয়াখালীর রেললাইন লক্ষ্মীপুর পর্যন্ত সম্প্রসারণ; পাটুরিয়া-গোয়ালন্দ পয়েন্টে আরও একটি সেতু নির্মাণ; রাজবাড়ীর সঙ্গে ঢাকার সরাসরি সংযোগ এবং পদ্মা নদীতে পাটুরিয়া-গোয়ালন্দ পয়েন্টে আরও একটি সেতু নির্মাণ করা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা