× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রযুক্তির সহায়তায় বন্য প্রাণী সংরক্ষণ করা হবে : পরিবেশমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৪ ১৬:২১ পিএম

আপডেট : ০৬ মার্চ ২০২৪ ১৭:৩১ পিএম

বিশ্ব বন্য প্রাণী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বুধবার রাজধানীতে বন অধিদপ্তরে। প্রবা ফটো

বিশ্ব বন্য প্রাণী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বুধবার রাজধানীতে বন অধিদপ্তরে। প্রবা ফটো

বন্য প্রাণীর টেকসই সংরক্ষণে প্রযুক্তি ও পরিষেবা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

তিনি বলেছেন, বন্য প্রাণীর বাণিজ্যের পাশাপাশি মানুষ ও বন্য প্রাণীর সহাবস্থান নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এর মাধ্যমে বন্য প্রাণী সংরক্ষণকে ত্বরান্বিত করা হবে।

বুধবার (৬ মার্চ) রাজধানীতে বন অধিদপ্তরে বিশ্ব বন্য প্রাণী দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, ‘প্রকৃতির টেকসই অভিযোজন ও বন্য প্রাণী সংরক্ষণে ডিজিটাল উদ্ভাবনী প্রয়োগে নাগরিকসমাজ, প্রযুক্তিবিদ এবং সংরক্ষণবাদীসহ সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘ক্যামেরা ট্রাপিংয়ের মাধ্যমে সুন্দরবনের বাঘ জরিপ, বাঘের শিকার বিষয়ে গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে ড্রোন প্রযুক্তি ও স্মার্ট পেট্রোলিংয়ের মাধ্যমে সুন্দরবনের অপরাধ মনিটরিং ও ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। উন্নত ট্র্যাকিং সিস্টেম, রিয়েল টাইম ডেটা অ্যানালিটিক্স, রেডিও কলারিং ইত্যাদির মাধ্যমে বন্য প্রাণী সংরক্ষণ ও বন্য প্রাণীর অবৈধ বাণিজ্য রোধের তৎপরতা অব্যাহত রয়েছে।’

সাবের হোসেন চৌধুরী আরও বলেন, ‘বন অধিদপ্তরের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের আওতাধীন ওয়াইল্ডলাইফ ফরেনসিক ল্যাবে ট্রফি বা বন্য প্রাণীর নমুনা থেকে প্রজাতি চিহ্নিত করা এবং জীনগত সিকোয়েন্সিংয়ের মাধ্যমে ডিএনএ বারকোড ডেটাবেস তৈরি করে বন্য প্রাণী সংরক্ষণ কার্যক্রমের একটি মাইলফলক। বাংলাদেশে প্রথম ২০২২ সালে হাতির রেডিও কলারিংয়ের মাধ্যমে কক্সবাজার বনাঞ্চলে হাতির বিস্তৃতি ও চলাচল পথ নির্ণয়ের কার্যক্রম গ্রহণ করা হয়।’

তিনি বলেন, ‘বন্য প্রাণী অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম বেগবান করার লক্ষ্যে বন অধিদপ্তরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ব্যবহারের জন্য একটি বন্য প্রাণী অপরাধ রিপোর্টিং টুল তৈরি করা হয়েছে। এর মাধ্যমে সারা দেশে বন্য প্রাণী অপরাধ সংঘটনের চিত্র খুব সহজেই পাওয়া যাবে। আমাদের দেশের বন্য প্রাণীগুলোকে রক্ষার জন্য অঙ্গীকার ও সমন্বিতভাবে কাজ করতে হবে।’

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক কর্মকর্তা আমীর হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব ইকবাল আব্দুল্লাহ হারুন। আরও বক্তব্য দেন ওয়াইল্ড টিমের প্রধান নির্বাহী ড. মোহাম্মদ আনোয়ারুল ইসলাম ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা