× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে পাঁচজনের মৃত্যু, মানবাধিকার কমিশনের ক্ষোভ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৪ ০০:৩৯ এএম

আপডেট : ২৭ মার্চ ২০২৪ ১২:২৬ পিএম

একটি তার ছিঁড়ে পড়ে ঘরে থাকা পাঁচজনের মৃত্যু হয়েছে। মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী ভাঙ্গারপাড় (হালগড়া) এলাকা। প্রবা ফটো

একটি তার ছিঁড়ে পড়ে ঘরে থাকা পাঁচজনের মৃত্যু হয়েছে। মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী ভাঙ্গারপাড় (হালগড়া) এলাকা। প্রবা ফটো

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ঝড়ের মধ্যে বসতঘরে বিদ্যুতায়িত হয়ে এক পরিবারের তিন শিশুসহ পাঁচজনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করছে জাতীয় মানবাধিকার কমিশন।

মঙ্গলবার (২৬ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করা হয়। এতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, ঝড়ের সময় বিদ্যুতের ১১ হাজার ভোল্টের মূল তার ওই পরিবারের ঘরের ওপর ছিঁড়ে পড়েছিল। টিনের তৈরি হওয়ায় ঘরে থাকা সবাই বিদ্যুৎস্পৃষ্ট হয়। সঙ্গে সঙ্গে ঘরে আগুনও জ্বলে ওঠে। এতে ফয়জুর রহমান, তার স্ত্রী শিরি বেগম ও তিন শিশু সন্তান মারা যায়। আহত এক শিশু সন্তানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

কমিশন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের নিচে কীভাবে টিনের তৈরি ঘর বানানো হয়েছে, বিষয়টি কমিশনের বোধগম্য নয়। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ছিল খতিয়ে দেখা প্রয়োজন। সম্প্রতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানি প্রায়ই ঘটছে। এর জন্য যথাযথ নিরাপত্তাব্যবস্থা নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে হবে। সেই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পল্লী বিদ্যুতায়ন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় কমিশন।

জাতীয় মানবাধিকার কমিশন মনে করে, কার্যকর নিরাপত্তাব্যবস্থা ও প্রয়োজনীয় সচেতনতার মাধ্যমে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব। কর্তৃপক্ষের অবহেলা, অব্যবস্থাপনা, মানহীন সরঞ্জাম ব্যবহার এ ধরনের দুর্ঘটনা বৃদ্ধি করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা