× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবশেষে এলো ভারতীয় পেঁয়াজ

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৪ ২৩:০১ পিএম

আপডেট : ০১ এপ্রিল ২০২৪ ১৮:০২ পিএম

রবিবার বিকেলে ৪২টি ওয়াগনে এসব পেঁয়াজ দর্শনা বন্দর ইয়ার্ডে এসে পৌঁছায়। প্রবা ফটো

রবিবার বিকেলে ৪২টি ওয়াগনে এসব পেঁয়াজ দর্শনা বন্দর ইয়ার্ডে এসে পৌঁছায়। প্রবা ফটো

ভারত থেকে আমদানি করা প্রথম চালানের ১ হাজার ৬৫০ টন পেঁয়াজ অবশেষে বাংলাদেশে এসে পৌঁছেছে। রবিবার (৩১ মার্চ) বিকেল ৫টায় চুয়াডাঙ্গার দর্শনা বন্দরে এসে পৌঁছায় চালানটি।

৪২টি রেলওয়াগনে এসব পেঁয়াজ আমদানি করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এসব পেঁয়াজ ৪০ টাকা কেজিতে বিক্রি করা হবে ঢাকা ও চট্টগ্রামের বাজারে।

দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হক প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রবিবার বিকেল ৫টায় ৪২ ওয়াগনে দর্শনা বন্দর ইয়ার্ডে এসব পেঁয়াজ এসেছে। এ পেঁয়াজ দর্শনা বন্দর থেকে সিরাজগঞ্জ বাজার স্টেশনে বুকিং দেওয়া হয়েছে। কাস্টমস ইনভেন্টরি ও শুল্কায়ন, কোয়ারেন্টাইন ছাড়পত্র এবং রেলভাড়া পরিশোধের পর রাতেই আমদানি করা পেঁয়াজ সিরাজগঞ্জ বাজার স্টেশনে চলে যাবে।

আমদানির এ পেঁয়াজ খালাসে নিযুক্ত দর্শনা বন্দরের সিএ্যান্ডএফ এজেন্ট আতিয়ার রহমান প্রতিদিনের বাংলাদেশেক বলেন, টিসিবি ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানি করবে। প্রথম চালানে আসা ১ হাজার ৬৫০ টন পেঁয়াজের মধ্যে ১ হাজার ২০০ টন ঢাকা সিটিতে ও ৪০০ টন চট্টগ্রাম সিটিতে যাবে। এরপর পর্যায়ক্রমে বাকি পেঁয়াজ আসলে সারা দেশে দেওয়া হবে।

দর্শনা স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা সুশান্ত চৌধুরী বলেন, প্রাথমিক ইনভেনটরিতে আমদানি করা এ পেঁয়াজ গুণগত মানসম্পন্ন। যথাযথ শুল্কায়নের পর খুব দ্রুত এ পেঁয়াজের ছাড়পত্র দেওয়া হবে। এতে পেঁয়াজের বাজার অনেকটা স্থিতিশীল হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা