× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদকেন্দ্রিক সংঘর্ষ ও সন্ত্রাসী হামলার শঙ্কায় সতর্ক পুলিশ

আলাউদ্দিন আরিফ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪ ১০:০৩ এএম

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪ ১০:১০ এএম

প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে নাড়ির টানে বাড়ি যাচ্ছে মানুষ। শুক্রবার কমলাপুর রেলস্টেশনে।  ফোকাস বাংলা

প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে নাড়ির টানে বাড়ি যাচ্ছে মানুষ। শুক্রবার কমলাপুর রেলস্টেশনে। ফোকাস বাংলা

ঈদকেন্দ্রিক ধর্মীয় বিভিন্ন মতবাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষ এবং বিভিন্ন সন্ত্রাসী উগ্রপন্থী গোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক রয়েছে পুলিশ। ইতোমধ্যেই জরুরি প্রয়োজন ছাড়া মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের ঈদের ‍ছুটি বাতিল করা হয়েছে। পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন, এবার ঈদে ধর্মীয় উগ্রবাদীদের হামলার আশঙ্কা না থাকলেও উপজেলা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক নেতার অনুসারীদের মধ্যে হামলা-পাল্টা হামলার শঙ্কা করছেন তারা। এ কারণে ইতোমধ্যে সারাদেশে মাঠ পুলিশের সকল ইউনিটকে সতর্ক থাকতে বলা হয়েছে। জোরদার করা হয়েছে টহল ও তল্লাশি কার্যক্রম। দাঙ্গা, হাঙ্গামা, চুরি, ডাকাতি, ছিনতাইসহ সার্বিক অপরাধ মোকাবেলায় মাঠ পুলিশকেও সতর্ক থাকতে বলা হয়েছে। 

ঈদকেন্দ্রিক নিরাপত্তা ও সতর্কতার বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের অপারেশন্স শাখার ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদোন্নতিপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন বলেন, ‘ঈদ কেন্দ্রিক যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক রয়েছে। ঈদ ও ঈদের আগে এবং পরে ছুটি থাকার সময় চুরি-ডাকাতি-ছিনতাইসহ অপরাধ, দাঙ্গাসহ সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলায় মাঠ পুলিশকে আমরা নানা নির্দেশনা দিয়েছে।’ তিনি বলেন, ‘ঈদের সময় গভীর রাতে সড়কে ডাকাতির আশঙ্কা থাকে। এবার যাতে কোনো ধরনের ডাকাতি-ছিনতাইয়ের মতো ঘটনা না ঘটে সেদিকে নজরদারি ও প্রয়োজনীয় স্থানে পুলিশি টহল বাড়ানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া পুলিশের ছুটি বাতিল করে নিরাপদে ঈদ উদযাপন করার পরিবেশ নিশ্চিত করতে মাঠপর্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে।’  

আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা জানান, কুকি-চিন ন্যাশন্যাল ফ্রন্টের (কেএনএফ)  সন্ত্রাসীরা বান্দরবানে তিন ব্যাংকে ডাকাতি, ব্যাংক ম্যানেজারকে অপহরণ, রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রে সন্ত্রাসী হামলা, নরসিংদীতে মোবাইল ব্যাংকিং সেবা নগদের টাকা লুটসহ বেশ কিছু ঘটনায় দেশজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে ঈদের সময় বা আগে-পরে যাতে আইন শৃঙ্খলার অবনতি না ঘটে, সে ব্যাপারে তারা সতর্ক রয়েছেন। 

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটি (সিটিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান বলেন, ‘ধর্মীয় ও উগ্রবাদীরা কেএনএফের সঙ্গে মিলে হামলা পরিচালনা করবে, এমন আশঙ্কা আমরা আপাতত করছি না। ঈদের জামায়াতে একবার উগ্রবাদী হামলা চললেও, যে সংগঠন ওই হামলা চালিয়েছে, তাদের এখন আর অস্তিত্ব নেই বললেই চলে। তারপরও সিটিটিসির গোয়েন্দা ইউনিটসহ প্রতিটি ইউনিট সতর্ক রয়েছে।’  

এবিষয়ে পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, ‘ধর্মীয় উগ্রবাদী, বিভিন্ন মতবাদের অনুসারী ও রাজনৈতিক দলের অনুসারী, নেতার অনুসারীদের মধ্যে যাতে কোনো ঝামেলা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। গোয়েন্দা কার্যক্রমের পাশাপাশি সাইবার প্যাট্রোলিং জোরদার করতে হবে।’ 

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার ফারুক হোসেন বলেন, ‘ব্যাংক, আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ধরনের প্রতিষ্ঠানগুলোতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশ সতর্ক রয়েছে। টহল বাড়ানো হয়েছে। ঝুঁকি বিবেচনায় তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।’

ঈদে নিরাপত্তা দিতে পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘দেশের প্রধান প্রধান ঈদ জামাতসহ বড় ঈদ জামায়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু ঈদ জামাত নয়; ঈদের ছুটিতে অনেকে বিনোদনকেন্দ্রে বেড়াতে যাবেন। তাই সেদিকেও নজর রাখা হচ্ছে। যেকোন সন্ত্রাসী গোষ্ঠী বা সুযোগসন্ধানী মহল যাতে কোন সুযোগ নিতে না পারে সে দিকে আমরা নজর রাখছি।’    

ঈদ স্বস্তিদায়ক হবে উল্লেখ করে আইজিপি বলেন, ‘আমরা সকলে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের মাধ্যমে আসন্ন পবিত্র ঈদুল আজহায়ও একটি সুন্দর ঈদ উপহার দিতে সক্ষম হব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা