× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপরাধীদের হাওয়া হয়ে যাওয়া

মহিউদ্দিন খান মোহন

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ০১:০৪ এএম

অলঙ্করন : জয়ন্ত জন

অলঙ্করন : জয়ন্ত জন

মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত চরিত্র রবিউল ইসলাম আপন ওরফে রিদয়, ওরফে আরাভ খান পুলিশ কর্মকর্তাকে খুনের মামলার আসামি এখন আলোচিতবিশিষ্টজন তার ডাকে পড়ি কি মরি করে ছুটে যান দেশের নামকরা ক্রিকেটার, অভিনেতা, অভিনেত্রীসহ সেলিব্রেটিরা কপর্দকশূন্য অবস্থা থেকে তিনি এক লহমায় উঠে গেছেন বিত্তবৈভবের শিখরে কীভাবে তিনি এত বিত্তের মালিক হলেন সে এক রহস্য গত ১৫ মার্চ প্রতিদিনের বাংলাদেশ-কার ডাকে দুবাইয়ে সাকিব আল হাসান শীর্ষক প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পরই আলোচনায় আসেন আরাভ খান এরপর প্রায় প্রতিদিনই তার সম্পর্কে নিত্যনতুন চমকপ্রদ তথ্য বেরিয়ে আসছে পুলিশ কর্মকর্তাকে হত্যার পর দেশ ছেড়ে তার ভারতে পালিয়ে যাওয়া, সেখানকার নাগরিকত্ব গ্রহণ এবং সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিলাসবহুল জীবনযাপন হাজার হাজার কোটি টাকার ব্যবসার খবর জনমনে চাঞ্চল্য সৃষ্টি করেছে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যার পর তিনি কীভাবে পুলিশেরশ্যেনদৃষ্টিএড়িয়ে প্রতিবেশী দেশে পাড়ি জমাতে পারলেন, তা এক বিস্ময়কর ব্যাপার কেউ স্বীকার করুক বা না করুকÑ এটা বিশ্বাস করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে, দেশ থেকে পালিয়ে যাওয়ার ব্যাপারে আরাভ ক্ষমতাধর কারও না কারও সহায়তা পেয়েছেন

আরাভের বিত্তবৈভব অর্জন নিয়ে আমার কোনো প্রশ্ন নেই তিনি বৈধ না অবৈধ পন্থায় তা অর্জন করেছেন, সেটা সরকারের সংশ্লিষ্ট দপ্তর খতিয়ে দেখবে প্রশ্ন হলো, এত বড় একটা অপরাধ করেও তিনি কীভাবে পার পেয়ে গেলেন? এখন বলা হচ্ছেÑ তাকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে, জন্য ইন্টারপোলের সাহায়তা নেওয়া হবে ইত্যাদি কিন্তু আদতেই কী তা সম্ভব হবে? কারণ আরাভ এখন আর শুধু বাংলাদেশের পলাতক নাগরিক নন, একই সঙ্গে তিনি ভারতেরও নাগরিক ইন্টারপোল উদ্যোগ নিলেও সংযুক্ত আরব আমিরাত সরকার তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে কোন আইনে? সবচেয়ে বড় কথা, পাখি একবার খাঁচা ভেঙে উড়ে গেলে আর ধরা যায় না শিল্পী রুনা লায়লার একটি গান আছেÑ ‘পাখি খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা রবিউল নামের পাখিটি খাঁচা ভেঙে সুদূর দুবাইয়ে উড়ে গিয়ে অচেনাই হয়ে গেছে

খুন করে এভাবে হাওয়া হয়ে যাওয়া, খুনের ঘটনার তদন্ত বছরের পর বছর শেষ না হওয়া, আসামি শনাক্ত করা সম্ভব না হওয়া আমাদের দেশে নতুন নয় এর আগেও এমন অনেক ঘটনা ঘটেছে দু-চারটির কথা এখানে উল্লেখ করতে চাই প্রথমেই সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা যায় ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে নিজ বাসার বেডরুমে নৃশংসভাবে খুন হন এই তারকা-সাংবাদিক দম্পতি খুনের ঘটনার পর ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী তারপর গত এগারো বছরে কত আটচল্লিশ ঘণ্টা এলো-গেলো, খুনিদের চেহারা মোবারক দেখা গেল না তদন্ত কর্তৃপক্ষ বদল হলো তিনবার কিন্তু তারা কোনো কূল-কিনারা করতে পারছে না আর সে কারণে ওই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন আদালতে আজও দাখিল করতে পারেনি কর্তৃপক্ষ পর্যন্ত ৯৬ বার আদালতের কাছ থেকে তারা সময় নিয়েছে সাগর-রুনির হত্যাকারীদের কেন এখন পর্যন্ত চিহ্নিত করা গেল নাÑ এক বিরাট প্রশ্ন তাহলে ওরা কি অশরীরী আত্মা ছিল?

 কুমিল্লার সোহাগী জাহান তনুর কথা নিশ্চয়ই আমরা ভুলে যাইনি হতভাগ্য তরুণী দুর্বৃত্তের হাতে সম্ভ্রম এবং জীবন হারালেও খুনিকে আজও চিহ্নিত করা যায়নি, কোনো আসামিও ধরা পরেনি হত্যাকারী যেন কর্পূরের মতো উবে গেছে! ২০১৬ সালের ২০ মার্চ তনুর মৃতদেহ পাওয়া যায় কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় তারপর কেটে গেছে সাতটি বছর ওই নৃশংস হত্যাকাণ্ডেরও কোনো সুরাহা হয়নি সবচেয়ে ন্যক্কারজনক ঘটনা ছিল, প্রথম ময়নাতদন্তেতনুকে ধর্ষণ বা হত্যার আলামত পাওয়া যায়নিবলে রিপোর্ট প্রদান রিপোর্ট প্রকাশের পর তা নিয়ে চরম বিতর্ক সৃষ্টি হয় তারই পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্ত করা হলে ধর্ষণের আলামত পাওয়া যায় চার বছর পর ২০২০ সালে মামলাটি সিআইডি থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয় তারপর কেটে গেছে আরও তিনটি বছর তনু হত্যার রহস্য যে তিমিরে ছিল, সে তিমিরেই আছে দেশে এত গোয়েন্দা সংস্থা রয়েছে, রয়েছে সেগুলোর চৌকস কর্মকর্তাও তাহলে হত্যাকাণ্ডের রহস্য এতদিনেও উদ্ঘাটন করা গেল না কেন? মাওলানা নূরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের বেলায়ও একই ঘটনা দেখা গেছে ২০১৪ সালের ২৭ আগস্ট তাকে নিজ বাসায় কতিপয় দুর্বৃত্ত জবাই করে হত্যা করে মাওলানা ফারুকীর হত্যাকাণ্ডের ঘটনায় একজন মহিলাকে পুলিশ গ্রেপ্তার করলেও আর কোনো অগ্রগতি হয়নি রকম আরও বহু উদাহরণ দেওয়া যায়

 অনেকেই ভেবে পান না, এসব চাঞ্চল্যকর খুনের ঘটনার রহস্য কেন পুলিশ বা তদন্তকারী কর্তৃপক্ষ উদ্ঘাটন করতে পারে না এটা কি তাদের দক্ষতার ঘাটতিজনিত কারণ, নাকি অন্য কোনো রহস্য লুকিয়ে অছে এর পেছনে? পর্দার আড়ালে কী ঘটে তা আমজনতার পক্ষে অনুমান করা সম্ভব নয় বিষয়টি নিয়ে আমার এক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল তিনি বললেন, এসব জটিল রহস্য উদ্ঘাটন করতে পারেন একজন আগ্রহ নিয়ে জানতে চাইলাম কে তিনি বন্ধু বললেন, ‘অভয়া মুখার্জি বুঝলাম তিনি কলকাতার স্টার জলসা চ্যানেলে প্রচারিতজয় কালী কলকাত্তাওয়ালীসিরিজের প্রধান চরিত্র অভয়া মুখার্জির কথা বলছেন; যে চরিত্রে অভিনয় করেছেন অনন্যা চ্যাটার্জি সিরিজে বহু জটিল রহস্যের উন্মোচন করেন অভয়া বন্ধুকে বললাম, নাটকের গোয়েন্দা দিয়ে বাস্তবের সমস্যা সমাধান কি সম্ভব? বন্ধু বললেন, বাস্তবতা যখন হতাশা বাড়ায়, তখন কল্পনার জগতে বিচরণ করাই ভালো নয় কি? কী জবাব দেব ভেবে পাইনি


  • সাংবাদিকরাজনীতি বিশ্লেষক
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা