× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সম্পাদকীয়

মহান স্বাধীনতা দিবস : সুশাসন ও ন্যায়ের আলো ছড়াক

সম্পাদক

প্রকাশ : ২৬ মার্চ ২০২৩ ০৩:৫১ এএম

আপডেট : ২৬ মার্চ ২০২৩ ০৩:৫৩ এএম

মহান স্বাধীনতা দিবস : সুশাসন ও ন্যায়ের আলো ছড়াক

মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে বাঁকপরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় একাত্তরের ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব নির্দেশনায় বাঙালি ঝাঁপিয়ে পড়ে সেই যুদ্ধে এর আগের দিন ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতায় পূর্ব বাংলায় যে মর্মস্পর্শী ঘটনা ঘটেছিল, তা বিশ্বের ইতিহাসে বিরল নৃশংস গণহত্যার শিকার পূর্ব বাংলার জনগণ বাধ্য হয়ে প্রতিরোধ গড়ে তোলে এবং এরই ধারাবাহিকতায় নয় মাস প্রাণপণ যুদ্ধের মাধ্যমে অর্জন করে স্বাধীনতা সর্বাত্মক ওই জনযুদ্ধের অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের প্রথম সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদসহ সব নেতার স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি নাম জানা-অজানা সব বীর মুক্তিযোদ্ধাকে, সকল শহীদকে যাদের আত্মত্যাগে অভ্যুদয় ঘটে বাংলাদেশের আমরা শ্রদ্ধা জানাই, সম্ভ্রম হারানো মা-বোনদের; যারা আমাদের গৌরবের স্মারক

স্মরণযোগ্য, মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু তার দূরদর্শী নেতৃত্বের যে প্রতিফলন ঘটিয়েছিলেন, এরই সোনালি ফসল রক্তস্নাত বাংলাদেশ আমাদের মুক্তিযুদ্ধের সুনির্দিষ্ট কিছু প্রত্যয় ছিল স্বাধীনতা অর্জনের পর বায়ান্ন বছর অতিক্রান্ত হয়েছেসামগ্রিক চিত্র পর্যালোচনা করলে আমরা গর্বভরেই উচ্চারণ করতে পারি, বিরুদ্ধবাদী-সমালোচকদের নেতিবাচক মন্তব্য মাড়িয়ে বাংলাদেশ বিশ্ব দরবারে পৌঁছে গেছে এক অনন্য উচ্চতায় স্বাধীনতা দিবস আমাদের ফিরে দেখা আত্মজিজ্ঞাসার মুখোমুখি হওয়ার যে প্রেক্ষাপট নতুন করে তৈরি করে, এর পরিপ্রেক্ষিতে অর্জন-অনার্জন সবকিছুই পর্যালোচনায় আনতে হবে যে স্বপ্ন চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম তা কতটা পূরণ হয়েছে, এই আত্মবিশ্লেষণ জরুরি অনস্বীকার্য, আমাদের অগ্রগতি ইতোমধ্যে কম নয় অর্জনের খতিয়ান অনেক বিস্তৃত একাত্তরে আমাদের জনসংখ্যা যা ছিল বর্তমানে এই সংখ্যা দ্বিগুণের বেশি হওয়ার পরও মৌলিক অধিকারের অনেক কিছুই পূর্ণতা পেয়েছে খাদ্যশস্য উৎপাদন, শিক্ষার প্রসার, স্বাস্থ্য খাতের উন্নতি, শিশু মাতৃমৃত্যুর উল্লেখযোগ্য হ্রাস, অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিসরের বিস্তৃতি, মানবসম্পদ উন্নয়নসহ উল্লেখযোগ্য আরও অনেক কিছুই দৃশ্যমান বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারভুক্ত হয়েছে এবং লক্ষ্য এখন উন্নত রাষ্ট্রের স্বীকৃতি অর্জন

মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র, সাম্য, ন্যায়বিচার, সুশাসন, অসাম্প্রদায়িকতা ছিল অন্যতম অনুষঙ্গ স্বাধীন বাংলাদেশে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, গণতান্ত্রিক অধিকারের ক্ষেত্রে সাম্যের আলো ছড়াবে তা মূল প্রত্যাশাভুক্ত থাকলেও এর কোনো কোনো ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব এখনও ঘটে আমরা মনে করি, সুশাসন ন্যায়বিচার নিশ্চিত করা হলে বিদ্যমান সব নেতিবাচকতারই নিরসন সম্ভব দুঃখজনক হলেও সত্য, আমাদের রাজনৈতিক সংস্কৃতি অনেকটাই ঔজ্জ্বল্য হারিয়েছে আমরা এও মনে করি, জাতীয় স্বার্থে রাজনীতিকদের দায় রয়েছে রাজনীতির হৃত ঔজ্জ্বল্য পুনরুদ্ধারের দুর্নীতি এখনও সমাজের অন্যতম ব্যাধি এর নিরসনে সরকারের অঙ্গীকার রয়েছে বটে, কিন্তু এরপরও এর রাশ টেনে ধরতে না পারার সুলুকসন্ধান জরুরি গণতান্ত্রিক, সমতাভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার বাস্তবায়ন করতে গেলে দেশপ্রেমের নবচেতনায় ঋদ্ধ হওয়ার বিকল্প নেই নিজস্ব অর্থায়নে বহুমুখী পদ্মা সেতু নির্মাণের পাশাপাশি যোগাযোগ অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে যে বৈপ্লবিক পরিবর্তন ইতোমধ্যে সাধিত হয়েছে তা আমাদের গৌরবান্বিত করে বটে, কিন্তু তাতে আত্মতুষ্টির অবকাশ নেই এও সত্য, বিস্তৃত অর্জনের পাশাপাশি অপূর্ণতার বিষয়ও রয়েছে সমৃদ্ধ, সুখী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমাদের পথচলা মসৃণ করতে হলে এই অপূর্ণতাগুলোর দিকে নজর গভীর করতেই হবে ভিন্নমতের প্রতি সহনশীলতা, মতপ্রকাশে স্বাধীনতা রাজনৈতিক সহাবস্থানের ক্ষেত্রে যেসব প্রশ্ন রয়েছে, এরও নিরসন ঘটাতে হবে

আমরা গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারের সমতল মাঠ নিশ্চিত করার দাবির প্রতি সহমত পোষণ করি তবে একই সঙ্গে কথাও বলতে চাই, যারা গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারের নামে জ্বালাও-পোড়াও কিংবা জীবনবৈরী, দেশের উন্নয়ন-অগ্রগতির প্রতিকূল পথ খোঁজেনÑ তারা কোনোভাবেই দেশ-জাতির মিত্র নন ক্ষমতার অপব্যবহার, অস্বচ্ছতা, আর্থিক খাতে বিশৃঙ্খলা ইত্যাদি ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত যে অভিযোগগুলো উঠে আসছে, এর নিরসনে সরকারের নির্মোহ অবস্থান জরুরি বিদ্যমান রাজনৈতিক সংকটের সমাধানে লক্ষ্য থাকুক আলোচনার টেবিল ঘুরে দাঁড়ানো অর্থনীতি, রপ্তানি প্রবাসী আয়সহ অর্থনৈতিক সমৃদ্ধির যে সম্ভাবনাগুলো ভবিষ্যতের আরও আলোকিত পথ দেখাচ্ছে, তা কাজে লাগাতে হবে সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিসর ক্রমান্বয়ে বাড়ালেও মূল্যস্ফীতিসহ স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে প্রতিকূল যে বিষয়গুলো চোখ রাঙাচ্ছে, তারও নিরসন ঘটাতে হবে টেকসই উন্নয়নের জন্য এর বিকল্প নেই মহান স্বাধীনতা দিবসে এই সম্পাদকীয় স্তম্ভের মাধ্যমে আমরা আমাদের সব পাঠক, লেখক এজেন্ট, হকার ভাই শুভানুধ্যায়ীসহ দেশবাসীকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা বাংলাদেশ আলোকোজ্জ্বল হতেই থাকুক

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা