× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেরানীগঞ্জে রামু উৎসব আগামী ১০ মার্চ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ১১:৩১ এএম

আপডেট : ০৬ মার্চ ২০২৩ ১২:২০ পিএম

কেরানীগঞ্জে রামু উৎসব আগামী ১০ মার্চ

কেরানীগঞ্জ মডেল থানা এলাকার নিউ ভিশন ইকো রিসোর্টে আগামী শুক্রবার (১০ মার্চ) রামু উৎসব ২০২৩ উদযাপিত হবে। ঢাকাস্থ রামুবাসীদের অংশগ্রহণে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে রামু-কক্সবাজারের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।

গুণিজন সম্মাননা, ঐতিহ্যবাহী মেজবানি ভোজ, আলোচনা, প্রকাশনার মোড়ক উন্মোচন, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, র‍্যাফেল ড্র ও শিশুতোষ নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে রামু উৎসব ২০২৩ পালিত হবে।  

২০০০ সালে প্রতিষ্ঠিত রামু সমিতি-ঢাকা, ঢাকাস্থ রামু উপজেলাবাসীদের সামাজিক সংগঠন যেখানে রামুবাসীদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ঐক্যকে গুরুত্ব দেওয়া হয়। বিগত বছরগুলোতে সংগঠনটি সম্মাননা, মিলনমেলা, পিকনিক, ইফতার, পুনর্মিলনীসহ নানাবিধ আয়োজন করার পাশাপাশি সবসময় রোগীদের পাশে থাকার প্রচেষ্টা করেছে। এ ছাড়া করোনাকালীন সময়ে কর্মহীন রামুবাসীদের পাশে দাঁড়িয়েছিল রামু সমিতি-ঢাকা। 

এবারের আয়োজনে রামু তথা কক্সবাজারবাসীর সার্বিক কল্যাণ ও দেশের অগ্রযাত্রায় অবদান রাখায় চারজন গুণিজনকে আজীবন সম্মাননা জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

আজীবন সম্মাননা ‘রামু সমিতি সম্মাননা ২০২৩’ পাবেন- বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর শিরিন আকতার, রামু উপজেলার সাবেক চেয়ারম্যান ও সমাজসেবক আবুল মনসুর ও রামু সমিতির সাবেক সভাপতি নূর মোহাম্মদ।

এবারের আয়োজনে রামুর প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যকে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের আহ্বান জানিয়ে রামু সমিতি-ঢাকার পক্ষ থেকে নানাবিধ উদ্যোগ নেওয়া হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা