বাংলাদেশস্থ তুর্কি দূতাবাস, ব্লাডম্যান, দারাজ বাংলাদেশ এবং টিকা'র যৌথ উদ্যোগে আয়োজিত ক্যাম্পেইন 'দারাজ ট্যুর ফর সোশ্যাল গুডস' এর দ্বিতীয় মৌসুমে যশোরের মনিরামপুর উপজেলার মনোহরপুর উনিয়নের সাধারণ জনগোষ্ঠীর জন্য আজ (২১ মে) আয়োজন হলো বিনামূল্যের চিকিৎসা সেবার মেডিকেল ক্যাম্প।
এর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং ওষুধ প্রদান করা হয়। এছাড়াও তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই উদ্যোগের অংশ হিসেবে আগামী ছয় মাস টেলিমেডিসিন সেবা প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। প্রধান অতিথি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্যে এই মহৎ প্রচেষ্টার অংশ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। যারা প্রায়ই স্বাস্থ্যসেবার সুবিধাগুলো থেকে বঞ্চিত হয় তাদেরকে এই বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে, স্বাস্থ্যসেবার চাহিদাগুলি পূরণ করার যে চেষ্টা আজকের তরুণসমাজ করছে, তাতে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি। এই উদ্যোগের জন্যে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই ব্লাডম্যান এবং তুরস্ক দূতাবাসকে। এই উদ্যোগের ইমপ্যাক্ট পার্টনার দারাজ বাংলাদেশ এবং টিকাকে ধন্যবাদ জানাই তাদের সহযোগিতার জন্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লাডম্যানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শাহরিয়ার হাসান জিসান, মনোহরপুর ইউপি চেয়ারম্যান এস এম আক্তার ফারুক মিন্টু এবং দারাজের সি এস আর অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের সিনিয়র ম্যানেজার আফিফা সুলতানা।
'ট্যুর ফর সোশ্যাল গুডস, সিজন-২' গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করেছে। এই উদ্যোগের লক্ষ্য হল সেসব প্রান্তিক অঞ্চলের সাধারণ মানুষের জন্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা যারা প্রায়ই এই মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হন।
২০২১ সালে চার হাজারেরও বেশি মানুষকে স্বাস্থ্যসেবা, জরুরি খাবার এবং বিনামূল্যে ওষুধ দিয়ে সহায়তা করা সিজন-১ এর সাফল্যে অনুপ্রাণিত হয়ে ২০২২ সালে উদ্দ্যোগ নেয়া হয় দ্বিতীয় মৌসুম আয়োজনের। বাংলাদেশস্থ তুর্কি দূতাবাস-এ এই আয়োজনের উদ্বোধন করেন মাননীয় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। দ্বিতীয় মৌসুমে ৬,০০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে সাভার, উড়ির চর (স্বদ্বীপ), ময়মনসিংহ ও খাগড়াছড়িতে চারটি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.