× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁ জেলার একাত্তরের গণহত্যা-নির্যাতন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ মার্চ ২০২৪ ১৬:১০ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৪ ১৬:৪৫ পিএম

নওগাঁ জেলার একাত্তরের গণহত্যা-নির্যাতন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধের ৫৩ বছর পরে 'নওগাঁ জেলার একাত্তরের গণহত্যা-নির্যাতন' বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি আয়োজন করে একুশে পরিষদ নওগাঁর শাখা সংগঠন নওগাঁ সরকারি কলেজ শাখা।

২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আজ (১০ মার্চ)  বেলা ১১টায় নওগাঁ সরকারি কলেজ মিলয়াতনে সংগঠনের কলেজ শাখার সভাপতি মানিক হোসেনের সভাপতিত্বে সেমিনারে নওগাঁ সরকারি কলেজের ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন একুশে পরিষদ নওগাঁর সাধারণ সম্পাদক মোস্তফা আল মেহমুদ রাসেল। প্রবন্ধকার তার বক্তব্যে নওগাঁ জেলার গণহত্যার নৃশংসতা, বীভৎসতা ও নির্মমতার চিত্র তুলে ধরেন। সেই সঙ্গে গণহত্যার স্থান, বধ্যভূমি, গণকবর, নির্যাতন কেন্দ্র এবং স্মৃতিফলকের পরিসংখ্যান উপস্থাপন করেন। নওগাঁ জেলার শহীদ বুদ্ধিজীবী ও নারী নির্যাতনের তথ্য তুলে ধরেন। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নাজমুল হাসান। আলোচনায় আরও অংশগ্রহণ করেন নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, একুশে পরিষদের উপদেষ্টা প্রফেসর শরিফুল ইসলাম খান, একুশে পরিষদের উপদেষ্টা ডা. ময়নুল হক দুলদুল, একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী, নওগাঁ সরকারি কলেজের অর্থনীতির বিভাগের শিক্ষক প্রফেসর এসএম মোজাফফর হোসেন, নওগাঁ সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একুশে পরিষদ নওগাঁ সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক শামীম হোসেন। সেমিনারের শুরুতে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

সেমিনারে বক্তারা গণহত্যায় নিহত শহীদদের স্মরণ করা, শহীদদের স্বীকৃতি প্রদান এবং গণহত্যার স্থান সমূহে স্মৃতিফলক নির্মাণের দাবি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা