× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেরণা জুগিয়ে কণিকা পেলেন সম্মাননা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৪ ২০:১৯ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৪ ২০:২৪ পিএম

নারী দিবস উপলক্ষে শনিবার চট্টগ্রাম ক্লাবে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে আরিফা জেসমিন কণিকার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। প্রবা ফটো

নারী দিবস উপলক্ষে শনিবার চট্টগ্রাম ক্লাবে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে আরিফা জেসমিন কণিকার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। প্রবা ফটো

টানা তৃতীয় মেয়াদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নাটোর-৩ (সিংড়া) আসনের চারবারের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক। এমন ধারাবাহিক এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার সহধর্মীনী আরিফা জেসমিন কণিকারও। স্বামীকে নিরন্তর অনুপ্রেরণা দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জুগিয়ে চলেছেন তিনি। আন্তর্জাতিক নারী দিবসে সেই অবদানের স্বীকৃতি পেলেন কণিকা। সাফল্যের পেছনের অনুপ্রেরণাদায়ী হিসেবে তাকে বিশেষ সম্মাননা জানিয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের স্বেচ্ছাসেবী সাংস্কৃতিক সংগঠন 'ফ্যাশন ফর লাইফ'।

নারী দিবস উপলক্ষে শনিবার (৯ মার্চ) চট্টগ্রাম ক্লাবে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে কণিকার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। কণিকা ছাড়াও ওই অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন আরও ২৪ নারী। তাদের মধ্যে আজীবন সম্মাননা পেয়েছেন সানসাইন এডুকেশনের চেয়ারম্যান ও চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টি সাফিয়া গাজী রহমান এবং সমাজকর্মী রওশন আরা চৌধুরী। আয়রন লেডি হিসেবে সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের প্রথম নারী সাংবাদিক ডেইজি মওদুদ এবং ব্যবসায়ী কাজী ইসরাত জাহান ইভা। 

এছাড়া সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমিকা রেখে ‘ইমার্জিং ওমেন অ্যাওয়ার্ড’ পেয়েছেন উদীয়মান ২০ নারী। তারা হলেন ড. শারমিন সুলতানা, রুনি রহমান, কুন্তলা চৌধুরী, সোনিয়া আজাদ, উম্মে মাইসুন, আসমা বিথী, অঞ্জলী সেনগুপ্তা, তানজিলা আক্তার, পূজা পাল, মিতা রহমান, তাসনুভা আনোয়ার, হুরিল জান্নাত, প্রমি দে, রিয়াংকা, নাবিলা নওয়শিন সূচনা, নুসরাত নাহার রাশমি শিকদার, বিবি ফাতেমা মুক্তা, রাহিলা সুলতানা জুহি, শান্তা ইসলাম রাইসা ও তানজিলা টুইংকেল। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত সাংবাদিক এম এ মালেক, ডা. বিদ্যুৎ বড়ুয়া, ড. মজুরুল আমিন চৌধুরী, সাংবাদিক সালাউদ্দিন মোহাম্মদ রেজা, হাসান আকবর ও. আজহার মাহমুদ, বারকোড রেস্টুরেন্ট গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল হক ও আলোকচিত্রী রুপম চক্রবর্তী। আয়োজকদের মধ্যে বক্তব্য দেন ফ্যাশন ফর লাইফের সভাপতি আনিস ওয়ারেসী ও ইমার্জিং ওমেনস এওয়ার্ডের আহবায়ক ডা. সাবরিনা তাসনিম ম্যানিলা। 

নগরফুল, ইস্পাহানী মির্জাপুর, এনএইচটি হোল্ডিংস লিমিটেড, এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম, ফ্যাশকোড এবং  ক্রউন অটোমোবাইলের সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনের অন্যতম উপভোগ্য অংশ ছিল শিশুশিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠান শেষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা