মঈনুল ইসলাম সবুজ
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫১ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৬ পিএম
লাল আর সবুজের মাখামাখি দূর থেকেই চোখে পড়বে। কাছে গেলে ধীরে ধীরে সবুজের পটভূমিতে লালের অস্তিত্ব চোখ জুড়িয়ে দেবে জাতীয় ফুল শাপলার বাহারি সৌন্দর্য। বিস্তৃত বিলের পানিতে ফুটে আছে হাজারও লাল শাপলা। বরিশাল সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রাম এবং আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের বাগধা ও খাজুরিয়া গ্রামের বিস্তীর্ণ জলাভূমিতে বিছিয়ে আছে শাপলার বিল। তবে এটি লাল শাপলার বিল নামেই অধিক পরিচিত। প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে বিলটি।