× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কমিটির দাবিতে ঢাকা কলেজ ছাত্রলীগের সড়ক অবরোধ

ঢাবি সংবাদদাতা

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২ ২৩:৩৯ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২ ০০:৪০ এএম

ঢাকা কলেজের সামনে ছাত্রলীগের সড়ক অবরোধ।

ঢাকা কলেজের সামনে ছাত্রলীগের সড়ক অবরোধ।

কমিটির দাবিতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়ের গাড়ি বহরসহ ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ করেছেন ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। 

রবিবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় নিউমার্কেট এলাকায় রাস্তা অবরোধ করেন ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।  

পরে ঘটনাস্থলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম আসেন।

একপর্যায়ে গাড়ি থেকে নেমে তারা হাঁটতে থাকলে তাদের সামনে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা রাস্তায় শুয়ে পড়েন। সেখানে তাদেরকে অতিক্রম করে নিজেদের গাড়িতে উঠে চলে যান আওয়ামী লীগ নেতারা। 

পরে রাজধানীর সাইন্সল্যাব এলাকায় তিন শতাধিক নেতাকর্মী রাস্তা আটকে রাখে। এতে নিউমার্কেট-ধানমন্ডি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারী নেতাকর্মীরা জানান, কমিটির বিষয়ে ঘোষণা না আসা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। 

ঢাকা কলেজ ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশী সুজয় বালা বলেন, 'আজকে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই আমরা এখন এখানে দাঁড়িয়েছি। নতুন নেতা আসার পর থেকে আমাদের ব্যবহার করা হয়, এরপর আর আমাদের কোনো খোঁজ রাখা হয় না। আগামী পরশুদিন ছাত্রলীগের ৩০তম সম্মেলন অথচ আজকে রাত পর্যন্ত কমিটি দেওয়া হয়নি৷ আমরা এতদিন ধরে কষ্ট করেছি, অথচ আমাদের কোনো মূল্যায়ন করা হয়নি। আমরা দেশরত্ন শেখ হাসিনার থেকে একটি সুসংবাদ শুনতে চাই। এর আগ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব৷' 

সাদ রহমান নামের আরেক পদপ্রত্যাশী বলেন, 'এতদিনে আমাদের কমিটির বিষয়ে কোনো সুসংবাদ পাইনি। তাই আমরা আজকে এই আন্দোলনে নেমেছি। আমরা এত পরিশ্রম করেও কোনো রাজনৈতিক পরিচয় পাইনি। এর কোনো সুরাহা না হওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান থাকব৷ আমরা আমাদের একমাত্র অভিভাবক থেকে একটি সুসংবাদ শুনতে চাই।' 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা