× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাহ্মণবাড়িয়ায় উপনির্বাচনকে মাগুরার ‘সেই’ উপনির্বাচনের সঙ্গে তুলনা ফখরুলের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩ ১৫:৫৭ পিএম

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩ ১৬:২৫ পিএম

বিএনপির পদযাত্রায় বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

বিএনপির পদযাত্রায় বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

১৯৯১ সালে ক্ষমতায় আসার পর বিরোধী দলের দাবিকে তোয়াক্কা না করে তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপি মাগুরায় যে উপনির্বাচন আয়োজন করেছিল, সে নির্বাচনের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের তুলনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি আওয়ামী লীগের উদ্দেশে বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনকে ‘মাগুরা উপনির্বাচনের দাদায়’ পরিণত করা হয়েছে। 

সোমবার (৩০ জানুয়ারি) বেলা আড়াইটায় রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনের সড়কে বিএনপির পদযাত্রা কর্মসূচির আগে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন ফখরুল। 

গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দাবিতে রাজধানীতে চার দিনের পদযাত্রার আজ দ্বিতীয় দিনের কর্মসূচি দুপুর আড়াইটায় শুরু হয়েছে। শ্যামপুরের জুরাইন রেলগেটের কাছাকাছি গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে পদযাত্রা। 

বিএনপি মহাসচিব বলেন, ‘জাতীয় সংসদ থেকে আমাদের এমপিরা পদত্যাগ করেছেন। এই আসনের সাবেক এমপি উকিল আব্দুস সাত্তার নির্বাচনে যাওয়ায় দল থেকে বহিষ্কার করেছি। অথচ তাকে জয়লাভ করানোর জন্য সমস্ত নীতিনৈতিকতা বাদ দিয়ে আপনাদের প্রার্থীকে প্রত্যাহার করে নিয়েছেন। সাত্তারের প্রধান প্রতিদ্বন্দ্বী আসিফকে গত তিন দিন ধরে পাওয়া যাচ্ছে না। সমস্ত নির্বাচনীব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। আপনারা মাগুরার কথা বলেন। মাগুরার দাদা বানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়াকে।’

এ সময় তিনি জানান, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না।

১৯৯৪ সালে তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপি মাগুরা-২ আসনে একটি উপনির্বাচনের আয়োজন করে। সে বছরের ২০ মার্চ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তোলে বিরোধী দল আওয়ামী লীগ। তারা সেই কারচুপির অভিযোগের পর বিএনপির অধীনে কোনো নির্বাচনে যাবে না বলে ঘোষণা দেয়।

একই সঙ্গে আওয়ামী লীগ অন্য বিরোধী দলকে সঙ্গে নিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের একটি রূপরেখা প্রকাশ করে। কিন্তু বিএনপির নেতারা তখন সেই সরকারব্যবস্থা নিয়ে তাচ্ছিল্য শুরু করে। আওয়ামী লীগসহ অন্য দলগুলো বিএনপিতে সে বছরের ২৭ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় সেটি মেনে নেওয়ার। 

বিএনপি তত্ত্বাবধায়কের দাবি মেনে না নেওয়ায় ১৯৯৪ সালের ২৮ ডিসেম্বর আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীর ১৪৭ জন সংসদ সদস্য একযোগে সংসদ থেকে পদত্যাগ করেন। কিন্তু স্পিকার তাদের পদত্যাগপত্র গ্রহণ না করে তাদের ৯০ দিন অনুপস্থিত দেখিয়ে সেসব আসনে উপনির্বাচন দিতে চায়। এতে আওয়ামী লীগসহ অন্যরা ব্যাপক আন্দোলন তৈরি করে। অবশেষে প্রবল আন্দোলন এবং সহিংসতার মুখে ১৯৯৫ সালের ২৪ নভেম্বর ৫ম জাতীয় সংসদ ভেঙে দেওয়া হলে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

সে অবস্থা আবারও ফিরে আসছে বলে ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনকে ঘিরে সম্ভাবনার কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে ও সদস্যসচিব রফিকুল আলম মজনুর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

উপস্থিত ছিলেন বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু, হাবিবুর রহমান হাবিব, আজিজুর বারী হেলাল, মীর সরফত আলী সপু, কামরুজ্জামান রতন, মীর নেওয়াজ আলী, নবী উল্লাহ নবী, সাইফুল আলম নীরব, আব্দুল মোনায়েম মুন্না, ইসহাক সরকার, হাবিবুর রশীদ হাবীব, রিয়াজ উদ্দীন নসু প্রমুখ। 

এর আগে গত শনিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে প্রথম পদযাত্রা হয়। মঙ্গলবার ৩১ জানুয়ারি গাবতলী থেকে মাজার রোড় হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত আরেকটি পদযাত্রা হবে। একইভাবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করবে। প্রতিটি পদযাত্রা বেলা ২টায় শুরু হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা