× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিগগিরই দুর্ভিক্ষ আসতে পারে, আশঙ্কা গয়েশ্বরের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৪৫ এএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১২:০৬ পিএম

শুক্রবার সন্ধ্যায় নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে আয়োজিত এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রবা ফটো

শুক্রবার সন্ধ্যায় নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে আয়োজিত এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রবা ফটো

ক্ষমতাসীনদের লুটপাটের কারণে অল্প সময়ের মধ্যে দেশে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘আওয়ামী লীগ লুটেরাদের সরকার। তারা জনগণের টাকা বিদেশে পাচার করছে। অল্প সময়ে ৭৪ সালের মতো দুর্ভিক্ষ দেখা দেবে।’

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে আয়োজিত এক সভায় তিনি এ আশঙ্কার কথা জানান। জাতীয়তাবাদী তৃণমূল দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি দিলে আওয়ামী লীগ মশকরা করে। বিএনপির দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। শেখ হাসিনাকে রেখে সুষ্ঠু নির্বাচন হবে না, সেজন্য তাকে পদত্যাগ করতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো বিএনপির লক্ষ্য। তাদের কাছ থেকে জনগণের টাকা ফেরত নিতে হবে।’

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, ‘সরকার বিভিন্ন ইস্যু তৈরি করতে চায়। বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে সংঘাত করতে চায়। বিএনপির চলমান আন্দোলন ভিন্ন দিকে নিতে ঠাকুরগাঁওয়ে অনেক মন্দির ভাঙচুর করেছে সরকারদলীয় লোকজন। সরকারের পতন ছাড়া কোনো মানুষ নিরাপদে থাকতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘সরকারের সময় শেষ হয়ে আসছে। ৫২ হাজার কোটি টাকা ব্যয়ে ১৯ কিলোমিটার পাতাল রেলের কাজের উদ্বোধন করেছে সরকার। দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করে ঘরবাড়ি তৈরি করছে। দুবাইতে সাড়ে সাতশ বাড়ি কিনেছেন আওয়ামী লীগের লোকজন। সুইজারল্যান্ডে হাজার হাজার কোটি টাকা জমা করছেন আওয়ামী লীগের নেতারা। অথচ দুদক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে মানুষ দিশাহারা। দুর্নীতির কারণে মানুষ তাদের কাছ থেকে মুক্তি চায়।’

আয়োজক সংগঠনের সভাপতি হানিফ বেপারীর সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য ইশরাক হোসেন প্রমুখ বক্তব্য দেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা