শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর সময় বিএনপির নেতারা। প্রবা ফটো
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক ভাষা দিবসে শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে বলাকা ভবনের সামনে থেকে শহীদ মিনারের মূল বেদিতে যেতে প্রায় ৫ ঘণ্টা সময় লাগার পর বৈষম্যের অভিযোগ তুলেছে বিএনপি।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘আমরা সাড়ে ৭টার সময় বলাকা ভবনের সামনে থেকে প্রভাতফেরি শুরু করে সলিমুল্লাহ মুসলিম হলের সামনে ৮টার সময় থেকে দাঁড়িয়ে আছি। আমরা পৌনে ৫ ঘণ্টা অপেক্ষা করে মূল বেদির কাছে আসতে পেরেছি।’
তিনি অভিযোগ করেন, ‘শ্রদ্ধা জানানোতে কয়েকটি প্রতিষ্ঠানের নাম বারবার উচ্চারণ করা হয়েছে। তারা বারবার ঘুরে এসে এখানে থেকে অযথা সময় নষ্ট করেছে।’
বিএনপি নেতা খন্দকার মোশাররফ বলেন, ‘এখানে যারা প্রশাসনের দায়িত্বে ছিলেন, এটা তাদের ব্যর্থতা। এখানে দলবাজি হয়েছে। মহান একুশে ফেব্রুয়ারিতে আজকে দলবাজি হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এর প্রতিবাদ করছি।’
ইচ্ছাকৃতভাবে তারা আমাদের বিলম্বিত করেছে, এই দিনে এমনটা করা ঠিক হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
মোশাররফ বলেন, ‘স্বাধীনতার ৫১ বছর পরে এসে যারা দেশ পরিচালনা করছে, তারা গণতন্ত্র ধ্বংস করেছে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, ভাষা আন্দোলনের চেতনা গণতন্ত্র। আওয়ামী লীগ তা ধ্বংস করেছে।’
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দাবি, জনগণের প্রত্যাশা পূরণ করে অবৈধ সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন দিতে হবে।’
‘আওয়ামী লীগ বাকশাল করেনি’ দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে মোশাররফ হোসেন বলেন, ‘আওয়ামী লীগ বাকশাল করেনি এটা হাস্যকর, এর চেয়ে হাস্যকর কথা আর হতে পারে না। তারা বরাবরই ইতিহাস বিকৃতি করেছে।’
শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর সময় দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.