শনিবার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি মোছলেম উদ্দিন আহমদের স্মরণে এক শোকসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রবা ফটো
বিএনপির আন্দোলনের গতি কমেছে, গলার জোর বেড়েছে। নীরব পদযাত্রা থেকে তারা এখন ‘নিরীহ মানববন্ধন’ করছে। তারা মূলত নির্বাচনকে ভয় পায়। তাই ভোটে আসতে চায় না। কেননা, নির্বাচন হলে শেখ হাসিনা ও আওয়ামী লীগ জিতবে। শনিবার (৪ মার্চ) চট্টগ্রামে এক শোকসভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদ্য প্রয়াত সভাপতি মোছলেম উদ্দিন আহমদের স্মরণে এই শোকসভার আয়োজন করা হয়। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ যৌথভাবে নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এর আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বলে আমরা (আওয়ামী লীগ) লুট করছি, দুর্নীতি করছি। আরে হাওয়া ভবনে বসে লুটপাট কি আমরা করেছি? নাকি তারেক জিয়া করেছে? বিদেশে টাকা পাচার করেছে কারা? এই বিএনপি বর্গির চেয়ে ভয়ংকর। ওরা ক্ষমতায় গেলে পুরো দেশটাকে গিলে খাবে।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স। যারা অপরাধী তাদের শাস্তি দিচ্ছেন। আবরার হত্যায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের শাস্তি হয়েছে। শেখ হাসিনা কাউকে ছাড় দেন না।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মোছলেম উদ্দিন দলের একজন নিবেদিতপ্রাণ ছিলেন। মৃত্যুর তিন দিন আগে ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে দেখতে গিয়েছিলাম। তখন বলেছিলেন, আমি চট্টগ্রামে যাব। আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান করব। আমাকে সময় দিতে হবে। তিনি দলের প্রতি বেশ অনুগত ছিলেন।
সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সব সদস্য অস্থায়ী। শুধু বেগম খালেদা জিয়া ও তারেক রহমান স্থায়ী। কাগজে দেখলাম, স্থায়ী কমিটির অস্থায়ী সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আগামী নির্বাচনে নাকি বিএনপি না আসলে আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়বে। ২০১৪ সালে বিএনপি নির্বাচনে আসে নাই, আওয়ামী লীগ অস্তিত্ব সংকটে পড়েনি, তারাই পড়েছে। ২০১৮ সালে তারা নির্বাচনী ট্রেনের পাদানিতে চড়ে ভোটে গিয়ে মাত্র ছয়টি আসন পেয়েছে। আওয়ামী লীগের কোনো অসুবিধা হয়নি। তারাই বরং অস্তিত্ব সংকটে পড়েছে।’
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে না এলেও ব্রাহ্মণবাড়িয়ার উকিল আব্দুস সাত্তারের মতো তাদের কত-শতজন তৈরি হয়ে আছে। বিষয়টি মাথায় রাখতে গয়েশ্বর বাবুসহ বিএনপি নেতাদের অনুরোধ জানাই।
শোকসভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তরের সভাপতি এম সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.