× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চগড়ে সংঘর্ষের ঘটনা শাসকগোষ্ঠীর মদদে : মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩ ১৩:৪৫ পিএম

পঞ্চগড়ে সংঘর্ষের আগে মুসল্লীদের আটকানোর চেষ্টা করছে পুলিশ। ফাইল ছবি

পঞ্চগড়ে সংঘর্ষের আগে মুসল্লীদের আটকানোর চেষ্টা করছে পুলিশ। ফাইল ছবি

পঞ্চগড়ে ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলায় দেশের শাসকগোষ্ঠীর মদদ রয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৪ মার্চ) দলটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা এক বিবৃতিতে এ দাবি করেন তিনি।

মির্জা ফখরুল ওই ঘটনার নিন্দাও জানান।

তিনি বলেন, ‘দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বহুকাল থেকেই বিরাজমান। আজ জনগণ দৈনন্দিন অর্থনৈতিক জীবনের দুর্ভোগের বিরুদ্ধে সোচ্চার। ভোটাধিকার তথা গণতন্ত্রের জন্য মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে তখন জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই শাসকগোষ্ঠীর মদদে এ ধরনের ঘটনা সংঘটিত করা হচ্ছে। যা সরকারের দীর্ঘদিনের অপরাজনীতির কৌশলমাত্র। দেশ ও দেশের বাইরের সব গণতান্ত্রিক শক্তিকে বিভ্রান্ত করার জন্যই কৃত্রিমভাবে ধর্মীয় বিরোধের এ ধরনের ইস্যু উপস্থাপন করা হচ্ছে।’

তিনি গণতন্ত্রকামী জনগণকে এ বিষয়ে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান।

গত শুক্রবার পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ‘সালনা জলসা’ কেন্দ্র করে পুলিশের সঙ্গে মুসল্লীদের সংঘর্ষ হয়। সে সংঘর্ষ থেকে আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা করে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই ঘটনায় দুইজন নিহত হন। 

শনিবার এলাকায় আবারও হত্যার গুজব ছড়িয়ে লোকজন শহরে আতঙ্ক সৃষ্টি করে। সেখান থেকে গাড়িতে আগুন দেওয়া হয় ও কয়েকটি দোকান ভাঙচুর করে লুট করা হয়। গুজব ছড়ানোর ঘটনায় স্থানীয় এক যুবদল নেতাসহ ১৮ জনকে আটক করেছে পুলিশ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা