× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত আবেদনের পর : আইনমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ মার্চ ২০২৩ ১৮:১৭ পিএম

আপডেট : ০৫ মার্চ ২০২৩ ১৯:২১ পিএম

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ছবি : কোলাজ সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ছবি : কোলাজ সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের মুক্তির মেয়াদ বাড়ানো হবে কি না, সে বিষয়ে খালেদা জিয়ার আবেদন পাওয়ার পর সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

রবিবার (৫ মার্চ ) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এতে সভাপতিত্ব করেন।

আগামী ২৪ মার্চ খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হচ্ছে। এ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এখনও কোনো আবেদন পাইনি। আবেদন পাওয়ার পর সিদ্ধান্ত নেব। আবেদন তো আমরা করব না। এটা খালেদা জিয়ার পরিবার করবে। তারা আবেদন কারার পর আমরা তা দেখে বিষয়টি নিষ্পত্তি করব।’

এর আগে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরকারি মামলার বর্তমান অবস্থা জানার ট্র্যাকিং সিস্টেম সলট্র্যাক উদ্বোধন করেন আইনমন্ত্রী। স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে এবং সরকারি সেবা সহজিকরণের লক্ষ্যে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এই ট্র্যাকিং সিস্টেম তৈরি করে। এর মাধ্যমে সরকারের ৫৮টি মন্ত্রণালয় ও বিভাগ, ৩৫৩টি অধিদপ্তর, ৮ বিভাগীয় কমিশনারের কার্যালয়, ৬৪ জেলা প্রশাসকের কার্যালয়সহ সব সরকারি দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের সুপ্রিম কোর্টে বিচারাধীন মামলার অবস্থা জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা