× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বাসঘাতকতার অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করল ওয়ার্কার্স পার্টি

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ২২:০৯ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৩ ১২:৩৫ পিএম

ওয়ার্কার্স পার্টি থেকে বহিষ্কৃত দুই নেতা অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু ও আকবর আলী। সংগৃহীত

ওয়ার্কার্স পার্টি থেকে বহিষ্কৃত দুই নেতা অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু ও আকবর আলী। সংগৃহীত

দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা, কর্মীদের উস্কানি দেওয়া, বিভ্রান্তি করাসহ দলের গঠনতন্ত্র এবং আদর্শ বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এরা হলেন রাজশাহী মহানগরী ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আকবর আলী।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকালে ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরীতে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত জেলা ও মহানগর কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পবে সন্ধ্যায় মহানগর ওয়ার্কার্স পার্টির সদস্য আলমগীর হোসেনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমে জানানো হয়।

বহিষ্কারের বিষয়টি আরও নিশ্চিত করেছেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও মহানগরী সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবু। বহিষ্কৃত দুই নেতার মধ্যে এন্তাজুল হক বাবু রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি)

ওয়ার্কার্স পার্টির কেন্দ্রের সদস্য ও মহানগরীর সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবু বলেন, ‘দলের স্বার্থে অ্যাডভোকেট বাবু ও আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে বাবু ওয়ার্কার্স পার্টির সুপারিশে রাজশাহীরর দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পান

বহিষ্কৃত এন্তাজুল হক বাবু বলেন, ‘গত ছয় মাস থেকেই আমি বলে আসছি আমি দল করব না। তাদের বহিষ্কারে কিছু যায় আসে না

এদিকে এন্তাজুল বাবু ও আকবর আলীর দলবিরোধী কার্যক্রমের কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয় : এন্তাজুল হক বাবু গত রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১৪ দল গঠন ও ১৪ দলের বিরুদ্ধে পার্টির সিদ্ধান্তের বাইরে বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত থেকেছেন। শুধু তাই নয়, ১৪ দলের বিষয়ে পার্টির সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে তিনি বিভিন্ন কর্মকাণ্ডও চালিয়েছেন

এতে বলা হয়েছে : সম্প্রতি আইনজীবী সমিতি নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ইব্রাহিম-শাহজাহান প্যানেলের বিপক্ষেও তিনি এককভাবে কাজ করেছেন। এ ছাড়া তিনি সাম্প্রতিক সময়ে পার্টির অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি; নৈরাজ্য ও বিভেদ তৈরির অপচেষ্টা করেছেন। এন্তাজুল বাবু পার্টির পদপদবি ব্যবহার করে দলীয় কর্মীদের উস্কানি দিচ্ছেন ও বিভ্রান্ত করে আসছেন, যা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে : অন্যদিকে জেলা কমিটির নেতা আকবর আলী দলীয় পদ ব্যবহার করে তার এলাকায় অবৈধ জমির ব্যবসা করে থানায় দেনদরবারের মাধ্যমে ব্যক্তিগত সুবিধা নিয়েছেন। পার্টি অফিসের নামে জমি আত্মসাতের অপচেষ্টা করেছেন। তিনিও বিভিন্ন সময় পার্টির কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টায় লিপ্ত থেকেছেন, যা দলের গঠনতন্ত্র হিসেবে জঘন্য অপরাধ

যৌথ সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, কেন্দ্রীয় সদস্য ও মহানগরী সাধারণ সম্পাদক দেবাশিস প্রামাণিক দেবু, কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, কেন্দ্রীয় সদস্য ও মহানগরীর সম্পাদকমণ্ডলীর সদস্য সাদরুল ইসলাম, অ্যাডভোকেট আবু সাঈদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সিরাজুর রহমান খান, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মতিউর রহমান তপন, বিমল চন্দ্র রাজোয়ার, কয়েশ উদ্দীন, আব্দুল মান্নান, মহানগরী সম্পাদকমণ্ডলীর সদস আব্দুল মতিন, নাজমুল করিম অপু, মহানগরী সদস্য অসিত পাল, মতিউর রহমান মতি, সীতানাথ বণিক, সাঈদ চৌধুরী, জেলা সদস্য কাইয়ুম উদ্দীনসহ অনেকে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা