× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পুনর্নির্বাচনের দাবি ফখরুলের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ১১:৫৮ এএম

আপডেট : ১৭ মার্চ ২০২৩ ১২:৪০ পিএম

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন কেন্দ্র করে ‘ভোট ডাকাতিতে সিদ্ধহস্ত আওয়ামী লীগের মুখোশ আরও একবার উন্মোচিত হয়েছে’ মন্তব্য করে আইনজীবী সমিতির পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৭ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবীদের ওপর হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। এ নির্বাচন ঘিরে বিজ্ঞ আইনজীবীদের পাশাপাশি দেশের সাধারণ মানুষেরও ব্যাপক আগ্রহ ছিল। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ করেছি, অন্য সব নির্বাচনের মতো দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের নির্বাচনেও ক্ষমতাসীন আওয়ামী লীগের যে রাজনৈতিক চরিত্র তার নগ্ন বহিঃপ্রকাশ ঘটেছে। আইনিভাবে কোনো নির্বাচন অনুষ্ঠিত না হলেও নির্বাচনের নাটক সাজিয়ে একতরফাভাবে ক্ষমতাসীন দলের প্রার্থীদের অবৈধভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা সব সময় বলে আসছি, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের ছত্রছায়ায় দেশের কোথাও কোনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের ভোটাধিকারে বিশ্বাসী নয়। ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও বিভিন্ন স্তরের স্থানীয় নির্বাচনে ইতঃপূর্বে বারবার প্রমাণিত হয়েছে। সবশেষ প্রমাণ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন।

এর আগে ঢাকা আইনজীবী সমিতি নির্বাচনেও একই ধরনের প্রহসন করা হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল দেশের সাধারণ মানুষের আইনের আশ্রয় নেওয়ার শেষ ভরসাস্থল বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীদের সমিতিতে তারা নগ্ন হস্তক্ষেপ থেকে বিরত থাকবে।’

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন সাবকমিটি পুনর্গঠন না করা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠান না করার জন্য জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা যখন দাবি জানান, তখনই আওয়ামী সমর্থিত সভাপতি শত শত পুলিশ নিয়ে ১৫ মার্চ সমিতির অডিটোরিয়ামে ঢুকে এক নারকীয় পরিবেশ সৃষ্টি করেন। তারা আইনজীবীদের ওপর আক্রমণ করে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী ও তাদের এজেন্টদের জোরপূর্বক বের করে দেন।

পুলিশি আক্রমণে সমিতির সভাপতি পদপ্রার্থী ও সাবেক সাতবারের সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক পদপ্রার্থী ও তিনবারের সম্পাদক ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)সহ শতাধিক আইনজীবী আহত হন। নারী আইনজীবীরাও পুলিশি আক্রমণ ও নির্যাতন থেকে রেহাই পাননি। পেশাগত দায়িত্ব পালনরত বেশ কয়েকজন সাংবাদিককে বেদম প্রহার করে গুরুতর আহত করা হয়। উল্টো ঐক্য প্যানেলের সভাপতি ও সম্পাদক পদপ্রার্থী, বর্তমান কার্যকরী কমিটির ছয়জন সদস্য, সর্বসম্মত নির্বাচন সাবকমিটির দুজন সদস্যসহ ১২ জন বিজ্ঞ আইনজীবীর বিরুদ্ধে দুটি মিথ্যা ও বানোয়াট মামলা করা হয়েছে। একজন আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে।

এসবই তাদের ফ্যাসিস্ট চরিত্রের বহিঃপ্রকাশ। উদ্ভূত পরিস্থিতিতে আওয়ামী আইনজীবী ও পুলিশি তাণ্ডবে পরবর্তীতে আর নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তা সত্ত্বেও নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে। এটা শুধু আইনজীবী সমাজেরই নয়, পুরো জাতির জন্যই কলঙ্কজনক।’

বাংলাদেশ এখন সত্যিকার অর্থে কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রে নেই মন্তব্য করে তিনি বলেন, ‘দেশের সব কাঠামো ধ্বংস করেছে সরকার। সুপ্রিম কোর্ট বারের নির্বাচনেও মধ্যযুগীয় কায়দায় পুলিশকে ব্যবহার করেছে সরকার। সুপ্রিম কোর্টের নির্বাচনের মধ্য দিয়ে সরকার ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার পদক্ষেপ নিল। রাষ্ট্র এখন বিপন্ন হয়ে পড়েছে। দেশকে একটা একদলীয় শাসনব্যবস্থার দিকে নিয়ে গেছে আওয়ামী লীগ।’

সুপ্রিম কোর্টের মর্যাদা ও পবিত্রতা রক্ষার জন্য প্রধান বিচারপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা